শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নকিয়া আবারও ফিরল নতুন কিপ্যাড ফোন নিয়ে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ০৯:১৭ এএম

শেয়ার করুন:

নকিয়া আবারও ফিরল নতুন কিপ্যাড ফোন নিয়ে

স্মার্টফোনের দাপটের যুগে নকিয়া আবারও বাজারে প্রত্যাবর্তন করেছে তাদের অভিনব কিপ্যাড ফোনের মাধ্যমে। নকিয়ার এই নতুন ফোনগুলোতে রয়েছে নস্টালজিক ডিজাইন আর আধুনিক ফিচারের মেলবন্ধন। ফিনল্যান্ডের এই ব্র্যান্ড (বর্তমানে HMD Global কর্তৃক পরিচালিত) একেবারে প্রিমিয়াম ডিজাইনের কিপ্যাড ফোন লঞ্চ করেছে অবিশ্বাস্য সাশ্রয়ী দামে, যা সরলতা চাওয়া ব্যবহারকারীদের জন্য যেমন উপযুক্ত, তেমনি প্রয়োজনীয় ফিচারেও কোনও ঘাটতি নেই।

বাজারে নকিয়ার কৌশল


বিজ্ঞাপন


বাজারে বহুমুখী গ্রাহক চাহিদা বুঝে নকিয়া আবারও প্রবেশ করেছে ফিচার ফোন মার্কেটে।

প্রযুক্তিপ্রেমী যারা চান ডিজিটাল ডিটক্স,

অথবা বয়স্ক ব্যবহারকারী যারা খুঁজছেন সহজ-সরল নির্ভরযোগ্য যোগাযোগ ডিভাইস –

সবাইকে লক্ষ্য করে তৈরি হয়েছে এই ফোনগুলো।


বিজ্ঞাপন


নকিয়া ঐতিহ্যবাহী কিপ্যাড ফোনের ধারণাকে নতুন রূপ দিয়েছে আধুনিক ফিচার দিয়ে। এতে রয়েছে ৪জি কানেক্টিভিটি, VoLTE সাপোর্ট, স্মার্ট ফিচার, আর সেইসাথে কিংবদন্তি নকিয়ার টেকসই বডি আর লম্বা ব্যাটারি ব্যাকআপ।

বাজারে অবস্থান

নকিয়ার নতুন কিপ্যাড ফোনগুলোকে বাজারে এমনভাবে পজিশন করা হয়েছে, যেখানে এগুলো সাধারণ ফিচার ফোনের চেয়ে প্রিমিয়াম মনে হয়। বাজেট-ফ্রেন্ডলি প্রাইসে পাওয়া যাচ্ছে উন্নত ডিজাইন আর প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি। ফলে ব্যবহারকারীরা স্মার্টফোনের দামের ঝামেলা ছাড়াই ভালো অভিজ্ঞতা পাচ্ছেন।

নকিয়ার নতুন মডেলগুলো

Nokia 2660 Flip – প্রিমিয়াম ফ্লিপ অভিজ্ঞতা

এই ফোনটি নকিয়ার কিপ্যাড ফোন সিরিজের ফ্ল্যাগশিপ মডেল। ক্লাসিক ফ্লিপ ডিজাইন আর আধুনিক ফিচারের সমন্বয়ে এটি নস্টালজিয়া ফিরিয়ে আনে।

স্পেসিফিকেশন:

ডিসপ্লে: ডুয়াল স্ক্রিন (২.৮″ মেইন + ১.৭৭″ এক্সটার্নাল)

প্রসেসর: Unisoc T107 (1GHz)

র‍্যাম/স্টোরেজ: ৪৮ এমবি র‍্যাম / ১২৮ এমবি স্টোরেজ (এক্সপ্যান্ডেবল)

ক্যামেরা: ০.৩ এমপি LED ফ্ল্যাশ সহ

ব্যাটারি: ১৪৫০mAh (রিমুভেবল)

কানেক্টিভিটি: 4G VoLTE, Bluetooth 4.2, Micro-USB

Nokia 3210 4G – ক্লাসিকের আধুনিক রূপ

প্রখ্যাত নকিয়া 3210-এর ডিজাইন আবার ফিরিয়ে এনেছে এই মডেল। সঙ্গে রয়েছে ৪জি কানেক্টিভিটি। যারা ক্লাসিক নকিয়ার অভিজ্ঞতা চান কিন্তু আধুনিক সুবিধাও চান, তাদের জন্য আদর্শ।

Nokia 5710 XpressAudio – সংগীতপ্রেমীদের জন্য

এই অনন্য ফোনটিতে রয়েছে বিল্ট-ইন ওয়্যারলেস ইয়ারবাডস এবং উন্নত অডিও ফিচার। সংগীত আর বিনোদন যারা বেশি গুরুত্ব দেন, তাদের জন্য বিশেষভাবে তৈরি।

আরও পড়ুন: একটি মডেলের ফোনের দাম কমাল অপো

প্রিমিয়াম ডিজাইন বৈশিষ্ট্য

বিল্ড কোয়ালিটি

ফোনগুলোর বডি প্রিমিয়াম পলিকার্বোনেট দিয়ে তৈরি, যেখানে রঙ উপকরণের ভেতর পর্যন্ত গেঁথে দেওয়া থাকে। ফলে স্ক্র্যাচ কম লাগে এবং দীর্ঘস্থায়ী হয়।

নকশার বৈশিষ্ট্য

বর্ণিল কালার অপশন – ক্লাসিক কালো থেকে শুরু করে নীল, গোলাপি, সবুজ

প্রিমিয়াম ম্যাট ফিনিশ – ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্যান্ট

কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টর – ছোট, পকেট-ফ্রেন্ডলি ডিজাইন

ইনটুইটিভ কী লেআউট – বড় ও আলাদা কী, ট্যাকটাইল ফিডব্যাকসহ।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর