শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওয়ানপ্লাস আনল নর্ড বাডস ৩আর, দাম মাত্র ১৭৯৯ 

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫, ১১:৪৫ এএম

শেয়ার করুন:

one plus ear bud

ওয়ানপ্লাস ভারতে নিয়ে এলো তাদের নতুন এন্ট্রি-লেভেল ওয়্যারলেস ইয়ারবাডস নর্ড বাডস ৩আর। নতুন এই ইয়ারবাডসের দাম রাখা হয়েছে মাত্র ১,৭৯৯ রুপি (প্রায় ২০ ডলার) এবং এটি বাজারে পাওয়া যাবে আগামী ৮ সেপ্টেম্বর থেকে।

মূল বৈশিষ্ট্য


বিজ্ঞাপন


অডিও পারফরম্যান্স: এতে ব্যবহার করা হয়েছে ১২.৪ মিমি ডাইনামিক ড্রাইভার এবং ওয়ানপ্লাসের নিজস্ব Sound Master EQ ফিচার, যেখানে রয়েছে তিনটি প্রিসেট ও ৬-ব্যান্ড কাস্টম ইকিউ। এছাড়াও রয়েছে OnePlus 3D Audio যা দেবে ৩৬০-ডিগ্রি স্প্যাটিয়াল অডিও অভিজ্ঞতা।

কল কোয়ালিটি: প্রতিটি ইয়ারবাডে রয়েছে দুটি মাইক্রোফোন, সাথে রয়েছে AI noise cancellation, বিমফর্মিং এবং অ্যান্টি-উইন্ড ডিজাইন যাতে স্পষ্ট ও পরিষ্কার কল করা যায়। তবে এতে অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) নেই।

budw

ব্যাটারি ব্যাকআপ: একটানা ১২ ঘণ্টা প্লেব্যাক দেবে ইয়ারবাডস এবং চার্জিং কেসসহ সর্বোচ্চ ৫৪ ঘণ্টা ব্যবহার করা যাবে। কোম্পানির দাবি, ১,০০০ বার চার্জিং সাইকেল সম্পন্ন হলেও ব্যাটারির পারফরম্যান্স একই রকম থাকবে।


বিজ্ঞাপন


কানেক্টিভিটি ও অন্যান্য ফিচার: এতে রয়েছে Bluetooth 5.4, ডুয়াল ডিভাইস কানেকশন, SBC/AAC সাপোর্ট, গেম মোডে ৪৭ মিলিসেকেন্ড ল্যাটেন্সি এবং IP55 ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্স।

ইয়ারবাডসটি পাওয়া যাবে দুটি রঙে— Aura Blue এবং Ash Black।

আরও পড়ুন: পিক্সেল ১০ প্রো ফোল্ড বনাম গ্যালাক্সি জেড ফোল্ড ৭:  কোনটি ভালো?

ওয়ানপ্লাসের এই নতুন লঞ্চ নিঃসন্দেহে বাজেট রেঞ্জের ইয়ারবাডস মার্কেটে বড়সড় প্রতিযোগিতা তৈরি করবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর