শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পিক্সেল ১০ প্রো ফোল্ড বনাম গ্যালাক্সি জেড ফোল্ড ৭:  কোনটি ভালো?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ০৯:৫২ এএম

শেয়ার করুন:

পিক্সেল ১০ প্রো ফোল্ড বনাম গ্যালাক্সি জেড ফোল্ড ৭:  কোনটি ভালো?

স্যামসাং ও গুগল—দুই কোম্পানিই এ বছর নতুন ফোল্ডেবল ফোন এনেছে। তবে এদের লক্ষ্য একেবারেই আলাদা ধরনের ব্যবহারকারী। ফলে কোন ফোনটি আপনার জন্য সেরা হবে, তা বোঝার জন্য আগে জেনে নিন মূল পার্থক্যগুলো।

গুগল পিক্সেল ১০ প্রো ফোল্ড কেন কিনবেন

ধুলাবালিমুক্ত পরিবেশে কাজ করেন?

এটি বিশ্বের প্রথম বই-আকৃতির ফোল্ডেবল ফোন, যেটি IP68 রেটিং পেয়েছে। অর্থাৎ ধুলিকণার প্রবেশ প্রতিরোধে এটি অনেক বেশি নির্ভরযোগ্য। অন্যদিকে, গ্যালাক্সি জেড ফোল্ড ৭-এর রেটিং IP48, যা কেবল ১ মিলিমিটারের বেশি আকারের কণা প্রতিরোধ করতে পারে।

আইফোন থেকে শিফট করতে চাইছেন?

পিক্সেল ১০ সিরিজে এসেছে PixelSnap ফিচার, যা আইফোনের MagSafe-এর মতোই। ফলে আপনার পুরোনো MagSafe চার্জার, পাওয়ার ব্যাংক, ট্রাইপড ইত্যাদি এখানেও ব্যবহার করতে পারবেন। এতে আইফোন থেকে অ্যানড্রয়েডে যাওয়া সহজ হবে।


বিজ্ঞাপন


কম দামে ফোল্ডেবল ফোন খুঁজছেন?

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭-এর দাম প্রায় ২,০০০ মার্কিন ডলার। অন্যদিকে, পিক্সেল ১০ প্রো ফোল্ডের দাম ১,৮০০ ডলার, যা তুলনামূলক সাশ্রয়ী।

এআই ফিচার ফ্রি ব্যবহার করতে চান?

গুগল এক বছরের জন্য Gemini AI Pro ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে। এতে পাবেন Gemini 2.5 Pro, AI ভিডিও টুল Veo 3, ২ টেরাবাইট ক্লাউড স্টোরেজসহ নানা সুবিধা। স্যামসাং কেবল ছয় মাসের সাবস্ক্রিপশন দিচ্ছে।

tulona

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭ কেন কিনবেন

সবচেয়ে হালকা ও পাতলা ফোল্ডেবল চান?

ফোনটির ওজন মাত্র ২১৫ গ্রাম। ভাঁজ করা অবস্থায় পুরুত্ব ৮.৯ মিমি আর খোলা অবস্থায় ৪.২ মিমি। হাতে নেওয়া যায় সবচেয়ে আরামদায়ক ফোল্ডেবলগুলির একটি।

ফোনের স্ক্রিনের ভাঁজ (Crease) বিরক্তিকর মনে হয়?

গ্যালাক্সি জেড ফোল্ড ৭-এর ভাঁজ বাজারের সবচেয়ে ছোট। খালি চোখে খুব একটা চোখে পড়ে না। গুগলের ফোনে এই সমস্যাটা এখনো আছে।

AI ফিচার বেশি পরিণত চান?

স্যামসাংয়ের Galaxy AI-তে রয়েছে Object Eraser, AI Select-এর মতো অনেক উন্নত ফিচার। এর পাশাপাশি ছয় মাসের Gemini AI Pro-ও ফ্রি পাবেন।

তাড়াতাড়ি কিনতে চাইছেন?

গ্যালাক্সি জেড ফোল্ড ৭ এখনই বাজারে পাওয়া যাচ্ছে। কিন্তু গুগল পিক্সেল ১০ প্রো ফোল্ড বিক্রি শুরু হবে অক্টোবর ৯ থেকে।

সফটওয়্যার আপডেট

দুই ফোন-ই অ্যান্ড্রয়েড ১৬ নিয়ে এসেছে এবং আগামী ৭ বছর পর্যন্ত ওএস ও সিকিউরিটি আপডেট দেবে। ফলে দীর্ঘদিন নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: নকিয়া আবারও ফিরল নতুন কিপ্যাড ফোন নিয়ে

সব মিলিয়ে, যারা সাশ্রয়ী দামে ধুলাবালির বিরুদ্ধে সুরক্ষিত ফোল্ডেবল চান, তাদের জন্য গুগল পিক্সেল ১০ প্রো ফোল্ড সেরা। আর যারা হালকা, পাতলা, ভাঁজবিহীন প্রিমিয়াম ফোল্ডেবল চান, তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭-ই উত্তম।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর