প্রতি বছর তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে কিছু না কিছু নতুন চমক আনে ওয়ানপ্লাস। প্রযুক্তিপ্রেমীদের কাছে তাই এই ব্র্যান্ডের জনপ্রিয়তা সবসময়ই আকাশছোঁয়া। এবার সংস্থার পরবর্তী হ্যান্ডসেট ওয়ানপ্লাস ১৫ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্প্রতি এর ডিসপ্লে ও ডিজাইন সংক্রান্ত তথ্য ফাঁস হয়েছে, যা গ্রাহকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষত, নতুন মুন রক ব্ল্যাক রঙে আসবে ফোনটি—এমন খবরই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
ডিসপ্লেতে নতুন চমক
বিজ্ঞাপন
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ওয়ানপ্লাস ১৫-তে এবার পর্যন্ত সবচেয়ে উন্নতমানের ডিসপ্লে ব্যবহার করা হবে। ফোনটিতে থাকবে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, যা স্ক্রলিং, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কিংবা গেমিং—সবকিছুকেই আরও দ্রুত ও মসৃণ করবে। ডিসপ্লেতে দেওয়া হবে ১.৫কে রেজোলিউশন, যা স্পষ্ট ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি ব্যাটারির খরচও নিয়ন্ত্রণে রাখবে।
প্রায় ৬.৭৮ ইঞ্চি এলটিপিও ওএলইডি প্যানেল ব্যবহার করা হবে এতে। ফলে রঙ হবে আরও উজ্জ্বল ও বাস্তবসম্মত। পাশাপাশি কোম্পানি লাইপো প্রযুক্তি ব্যবহার করতে পারে, যার ফলে ফোনের বেজেল আরও পাতলা ও সমান হবে। সব মিলিয়ে ওয়ানপ্লাস ১৫-এর ডিসপ্লে হবে আরও প্রিমিয়াম ও আধুনিক।
গেমারদের জন্য বিশেষ সুবিধা
ওয়ানপ্লাস ১৫ শুধু দৈনন্দিন ব্যবহারের জন্য নয়, বরং গেমারদের কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে। ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, ফোনটিতে থাকবে একটি নতুন পারফরম্যান্স ইঞ্জিন, যা সর্বোচ্চ ১৬৫ এফপিএস পর্যন্ত গেমিং সাপোর্ট করবে। অর্থাৎ হাই-গ্রাফিক্স গেম যেমন পিইউবিজি বা কল অফ ডিউটি খেলার সময়ও পাওয়া যাবে ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা।
বিজ্ঞাপন
ডিজাইনে নতুনত্ব
ওয়ানপ্লাস সবসময়ই ডিজাইনে পরীক্ষামূলক পরিবর্তন আনে। এবার তারা আনছে বিশেষ রঙের অপশন—মুন রক ব্ল্যাক। জানা গেছে, এই রঙ এতটাই গভীর হবে যে ব্যবহারকারীরা এটি যেন “ব্ল্যাক হোল”-এর মতো অনুভব করবেন। এর পাশাপাশি একটি নতুন স্যান্ডস্টোন টেক্সচারযুক্ত চৌম্বক কভার আনা হতে পারে, যা ফোনের প্রিমিয়াম লুক আরও বাড়িয়ে দেবে।

অন্যান্য সম্ভাব্য ফিচার
ডিসপ্লে ও রঙ ছাড়াও ফাঁস হওয়া তথ্যে উঠে এসেছে আরও কিছু চমকপ্রদ ফিচার—
স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসর ব্যবহার করা হতে পারে।
থাকবে প্রায় ৭০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট তারবিহীন চার্জিং সাপোর্ট করবে।
ক্যামেরা সেটআপে থাকতে পারে ত্রিপল ৫০ মেগাপিক্সেল লেন্স—ওয়াইড, আল্ট্রাওয়াইড এবং টেলিফটো।
আরও পড়ুন: আইফোন ১৭ : বেশি দামে কিনতে হবে নতুন আইফোন
সবকিছু মিলিয়ে বলা যায়, ওয়ানপ্লাস ১৫-এর সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে এর ডিসপ্লে ও ডিজাইন। ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, ১.৫কে রেজোলিউশন এবং নতুন মুন রক ব্ল্যাক রঙ বিশেষ করে গেমার ও প্রিমিয়াম ব্যবহারকারীদের কাছে ফোনটিকে অন্যরকম অভিজ্ঞতা দেবে। যদিও এগুলো এখনো ফাঁস হওয়া তথ্য, আসল চিত্র দেখা যাবে লঞ্চ ইভেন্টেই। তবে এটুকু নিশ্চিত—ওয়ানপ্লাস ১৫ হবে কোম্পানির অন্যতম উন্নত ফ্ল্যাগশিপ স্মার্টফোন।
এজেড

