মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইফোন ১৭ : বেশি দামে কিনতে হবে নতুন আইফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫, ১০:১২ এএম

শেয়ার করুন:

iphone 17

অ্যাপল আসছে নতুন iPhone 17 সিরিজ নিয়ে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, iPhone 17 Pro এবার বেস মডেল হিসেবে ২৫৬ জিবি সংরক্ষণ ক্ষমতা নিয়ে বাজারে আসতে পারে। তবে এই সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধির কারণে ফোনের দাম কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। যারা নতুন iPhone কিনতে আগ্রহী, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ তথ্য।

২৫৬ জিবি সংরক্ষণ ক্ষমতা: নতুন বেস মডেল


বিজ্ঞাপন


সাম্প্রতিক ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, iPhone 17 Pro মডেলটি ২৫৬ জিবি সংরক্ষণ ক্ষমতা নিয়ে লঞ্চ হবে। এর ফলে অ্যাপল নিজেদের স্টক কিপিং ইউনিট (SKU) বাড়াতে পারবে। চলতি বছরে সাধারণ Pro এবং iPhone 17 Pro Max মডেলের জন্য থাকতে পারে ১ টেরাবাইট সংরক্ষণ ক্ষমতার বিকল্প।

iphone

দাম বাড়ার সম্ভাবনা

বিশেষজ্ঞদের মতে, নতুন আপগ্রেড এবং সংরক্ষণ ক্ষমতা পরিবর্তনের কারণে iPhone 17 Pro-এর লঞ্চ মূল্য কিছুটা বাড়তে পারে। আনুমানিক হিসাব অনুযায়ী, শুরু মূল্য হতে পারে ৮৫০ মার্কিন ডলার। Pro Max মডেলের দাম হতে পারে ১২০০ মার্কিন ডলারের বেশি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ওয়াটারপ্রুফ ও ওয়াটার রেজিস্ট্যান্ট ফোনের পার্থক্য কী?

লঞ্চের তারিখ ও বাজারের প্রতিক্রিয়া

অ্যাপল iPhone 17 সিরিজ আগামী ৯ সেপ্টেম্বর ২০২৫ বাজারে আনার কথা ঘোষণা করেছে। চলতি বছরের খরচ এবং অন্যান্য কারণে কোম্পানির জন্য এই স্তর অপরিবর্তিত রাখা কিছুটা কঠিন হতে পারে। নতুন বেস সংরক্ষণ ক্ষমতার কারণে দাম বাড়লেও গ্রাহকদের ওপর বড় চাপ পড়বে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর