শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভিভো ৮ জিবি র‌্যামের শক্তিশালী ব্যাটারির ফোন আনল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫, ১০:০৫ এএম

শেয়ার করুন:

ভিভো জি৩ ৫ জি মডেল
ভিভো সম্প্রতি বাজারে শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন এনেছে। ছবি: ইন্টারনেট।

চীনের ভিভো সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ৮ জিবি র‌্যামের শক্তিশালী ব্যাটারির ফোন এনেছে। যার মডেল ভিভো জি৩। এটি একটি ৫জি স্মার্টফোন। ফোনটির দাম হাতের নাগালে। 

নতুন এই মডেলে রয়েছে শক্তিশালী ব্যাটারি, বড় ডিসপ্লে এবং উন্নত কানেক্টিভিটি ফিচার, যা বাজেট রেঞ্জের মধ্যে প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলবে।


বিজ্ঞাপন


ভিভো জি৩ মডেলের ডিসপ্লে ও ডিজাইন

ভিভোর নতুন এই ফোনে রয়েছে ৬.৭৪-ইঞ্চির এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন ১৬০০x৭২০ পিক্সেল এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও। এতে ১৫০০:১ কনট্রাস্ট রেশিও ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যা মসৃণ স্ক্রলিং ও ভিডিও প্লেব্যাকের অভিজ্ঞতা দেবে। ডিসপ্লের উপরে রয়েছে একটি ওয়াটারড্রপ নচ, যেখানে সেলফি ক্যামেরা বসানো হয়েছে। ডিজাইনের দিক থেকে ফোনটি ডায়মন্ড ব্ল্যাক কালারে বাজারে আসবে, যা এর প্রিমিয়াম লুককে বাড়িয়ে তুলেছে।

ফটোগ্রাফির জন্য, ফোনের পেছনে দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যা অটোফোকাস সমর্থন করে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। যদিও ক্যামেরা সেটআপটি তুলনামূলকভাবে সাধারণ, তবে এটি দৈনন্দিন ব্যবহার ও সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট।

vivo1


বিজ্ঞাপন


পারফরম্যান্স ও স্টোরেজ অপশন

ভিভো জি৩ মডেলে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি ৬৩০০ চিপসেট। যা ৫জি সমর্থন করে। ফোনটি ৬জিবি বা ৮জিবি LPDDR4X র‌্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এবং স্টোরেজ অপশন হিসেবে রয়েছে ১২৮জিবি বা ২৫৬জিবি UFS ২.২ মেমরি। তবে ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টে eMMC ৫.১ স্টোরেজ ব্যবহার করা হয়েছে।

ফোনটির অন্যতম আকর্ষণ ৬০০০ এমএএইচ ক্ষমতার সিঙ্গল-সেল ব্যাটারি, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। এই বড় ব্যাটারি সহজেই একদিনের বেশি ব্যাকআপ দিতে সক্ষম।

আরও পড়ুন: স্যামসাং কম দামের স্মার্টফোন আনছে

ভিভো জি৩ মডেল চলবে অ্যানড্রয়েড ভিত্তিক অরিজিন ওএস ৫ অপারেটিং সিস্টেমে। নিরাপত্তার জন্য এতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ডুয়াল সিম, 5G, Wi-Fi 5, Bluetooth 5.4, IR ব্লাস্টার, USB Type-C পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক। ফোনটি IP64 রেটিংসহ এসেছে, যা ধুলা ও  পানির ছিটা থেকে সুরক্ষা দেবে। এর ওজন ২০৪ গ্রাম।

চীনে ভিভো জি৩ ৫জি ফোনের ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ১,৪৯৯ ইউয়ান এবং ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্টের দাম ১,৯৯৯ ইউয়ান।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর