মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্যামসাং কম দামের স্মার্টফোন আনছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি
স্যামসাং শিগগিরই বাজারে বাজেটফ্রেন্ডলি স্মার্টফোন আনছে। ছবি: ইন্টারনেট

যারা স্যামসাং ব্র্যান্ড পছন্দ করেন তাদের জন্য সুখরব! শিগগিরই বাজারে আসছে সাশ্রয়ী দামের স্মার্টফোন। মডেল  গ্যালাক্সি এ১৭ ৫জি। এই ফোনটির একটি ভার্সনের দাম হতে পারে ২০ হাজার মধ্যে।  

স্যামসাংয়ের এই ফোন লঞ্চের আগেই প্রযুক্তি বিশ্লেষক অভিষেক যাদব ফোনটির সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন ফাঁস করেছেন। 


বিজ্ঞাপন


বাজেট দামে উন্নত কর্মক্ষমতা, শক্তিশালী ক্যামেরা ও দীর্ঘমেয়াদি সফটওয়্যার সহায়তা চাওয়া ক্রেতাদের জন্য এটি হতে পারে একটি আকর্ষণীয় বিকল্প।

samsung_phone

বড় পর্দা ও শক্তিশালী পারফরম্যান্স

গ্যালাক্সি এ১৭ ৫জি-তে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড পর্দা, যাতে ১২০ হার্টজ রিফ্রেশ হার সমর্থিত। আগের ৯০ হার্টজ সংস্করণের তুলনায় এটি আরও মসৃণ ও রঙিন ভিউইং অভিজ্ঞতা দেবে।


বিজ্ঞাপন


ফোনটিতে স্যামসাং-এর এক্সিনস ১৩৩০ চিপসেট ব্যবহার করা হয়েছে, যা ৫ ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত। সফটওয়্যারের ক্ষেত্রে থাকবে অ্যানড্রয়েড ১৫-এর ওপর ভিত্তি করে ওয়ান ইউআই ৭।

স্যামসাং প্রতিশ্রুতি দিয়েছে, ফোনটি ৬ বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবে—যা এই দামের ফোনে বিরল সুবিধা।

উন্নত ক্যামেরা সেটআপ

প্রথমবারের মতো গ্যালাক্সি এ১এক্স সিরিজে স্যামসাং এনেছে ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরাসহ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) প্রযুক্তি, যা ছবি ও ভিডিওকে আরও স্থির ও স্পষ্ট করবে। এর সাথে রয়েছে ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। উন্নত এই ক্যামেরা প্রযুক্তির কারণে কম আলোতেও উচ্চমানের ছবি তোলা যাবে।

samsung

ব্যাটারি ও অতিরিক্ত ফিচার

গ্যালাক্সি এ১৭ ৫জি-তে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা ২৫ ওয়াট দ্রুত চার্জ সুবিধা সমর্থন করবে। এতে আইপি৫৪ রেটিং দেওয়া হয়েছে, যা ধুলো ও পানির ছিটে থেকে সুরক্ষা দেবে। এছাড়া রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, এনএফসি এবং উন্নত সংযোগ সুবিধা।

আরও পড়ুন: অনর X7c 5G: এই ফোনে পানি ঢুকবে না

সব মিলিয়ে স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি তার বাজেট দামের মধ্যে প্রিমিয়াম পর্দা, উন্নত ক্যামেরা ও দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট দিয়ে বাজেট স্মার্টফোন বাজারে এক শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর