শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সবচেয়ে পাতলা আইফোন আনছে অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ০২:৩১ পিএম

শেয়ার করুন:

new iphone 2025

এই প্রথম পাতলা আাইফোন আনছে অ্যাপল। যার মডেল আইফোন ১৭ এয়ার। চলতি বছরই বাজারে আসবে এই ফোন। বাজারে আসার আগেই ফোনটি নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। 

নতুন এক ভিডিও ফাঁস হওয়ার পর ফোনটির ডিজাইন এবং আকর্ষণীয় ফিচারগুলি এখন অনলাইনে ভাইরাল।


বিজ্ঞাপন


ফাঁস হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে আইফোন ১৭ এয়ারের একটি ডামি ইউনিট, যেটি ক্লাসিক ব্ল্যাক ফিনিশে অত্যন্ত স্লিম ও এলিগ্যান্ট দেখতে। ডিভাইসটির পেছনে রয়েছে একটি বড় সিলিন্ড্রিক্যাল ক্যামেরা বার, যার বা দিকে সিঙ্গেল রিয়ার ক্যামেরা ও ডানদিকে এলইডি ফ্ল্যাশ বসানো হয়েছে। নতুন ডিজাইন মডেলটিকে আগের আইফোন মডেলগুলো থেকে একেবারে আলাদা করে তুলেছে।

iphone

জনপ্রিয় টিপস্টার মেজিন বু প্রকাশিত ভিডিও অনুযায়ী, আইফোন ১৭ এয়ার হতে চলেছে আইফোন ৬ (৬.৯ এমএম) থেকেও বেশি পাতলা। রিপোর্ট বলছে, এই ফোনটির সম্ভাব্য উচ্চতা হবে প্রায় ১৬৩ এমএম এবং প্রস্থ ৭৭.৬ এমএম, যা একে আরও লম্বা ও স্লিক প্রোফাইল দেবে।

আইফোন ১৭ এয়ারের প্রতিদ্বন্দ্বী হিসেবেই ধরা হচ্ছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৫ এজ মডেলকে, যার থিকনেস মাত্র ৫.৮ এমএম। ফলে অ্যাপলের নতুন আইফোন নিয়ে আরও আগ্রহ তৈরি হবে প্রযুক্তি-প্রেমীদের মধ্যে।


বিজ্ঞাপন


লিক অনুসারে, ১ এয়ারে থাকতে পারে ৬.৯ ইঞ্চির এলটিপিও সুপার রেটিনা ডিসপ্লে, যার সাথে থাকবে ডায়নামিক আইল্যান্ড নচ ও ১২০ হার্জ রিফ্রেশ রেট। তবে এতে অ্যাপলের প্রোমোশন প্রযুক্তি না থাকার সম্ভাবনাও রয়েছে। এই প্রযুক্তি ডিসপ্লে রিফ্রেশ রেটকে স্মার্টভাবে অ্যাডজাস্ট করে, যাতে ব্যাটারির আয়ু বাড়ে এবং স্ক্রলিং হয় মসৃণ।

আরও পড়ুন: কম দামে সুপার অ্যামোলেড ডিসপ্লের ফোন আনছে স্যামসাং

নতুন আইফোনে ৩০০০ এমএএইচ থেকে ৪০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। সেই সঙ্গে, অ্যাপল এই মডেলের জন্য একটি স্মার্ট ব্যাটারি কেস লঞ্চ করতে পারে, যা ফোন কেসের মধ্যে অতিরিক্ত ব্যাটারি সরবরাহ করে চলতি পথে ফোন চার্জ রাখতে সাহায্য করবে। এছাড়াও, অন্য আইফোন মডেলগুলোর মতো এতে অ্যাকশন বাটন থাকারও কথা রয়েছে।

thin_iphone

কবে আসবে বাজারে?

যদিও এখনও অ্যাপলের তরফ থেকে কোনো অফিসিয়াল লঞ্চ তারিখ ঘোষণা করা হয়নি, তবে এই ফাঁস হওয়া ভিডিও এবং তথ্যগুলো ইঙ্গিত দিচ্ছে যে আইফোন ১৭ এয়ার শিগগিরই বাজারে আসতে চলেছে। এটি শুধু অ্যাপলের সবচেয়ে স্লিম ফোনই নয়, বরং ভবিষ্যতের ডিজাইন ট্রেন্ডের পথপ্রদর্শকও হতে পারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর