শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কম দামে সুপার অ্যামোলেড ডিসপ্লের ফোন আনছে স্যামসাং

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ১০:৫১ এএম

শেয়ার করুন:

samsung new phone

বাজারে নতুন স্মার্টফোন আনছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। আপকামিং ফোনটির মডেল স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ পঞ্চম প্রজন্ম (৫জি)। ইতিমধ্যেই এই ফোনের পূর্বঘোষণামূলক পেজ (টিজার পেজ) লাইভ হয়েছে, যা থেকে স্পষ্ট যে শিগগিরই হ্যান্ডসেটটি বাজারে আসছে।

গ্যালাক্সি এফ সিরিজ বরাবরই এমন গ্রাহকদের লক্ষ্য করে তৈরি করা হয় যারা কার্যক্ষমতা, ব্যাটারি এবং ক্যামেরায় কোনো রকমের আপস করতে চান না, অথচ বাজেটের মধ্যেই থাকতে চান। নতুন গ্যালাক্সি এফ৩৬ পঞ্চম প্রজন্ম মডেলে স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসর, সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি থাকছে বলে আশা করা যাচ্ছে।


বিজ্ঞাপন


এই ফোনের দাম ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফোনটিতে থাকতে পারে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার দৃশ্যপট নবায়ন হার (রিফ্রেশ রেট) হবে ১২০ হার্টজ। এই উচ্চ রিফ্রেশ রেট মসৃণ স্ক্রলিং ও ভালো খেলার অভিজ্ঞতা দেবে। এছাড়া, চোখের সুরক্ষা মোডও থাকতে পারে, যা দীর্ঘ সময় ব্যবহারে চোখের আরাম নিশ্চিত করবে।

samsung_pic

ক্যামেরা বিভাগে থাকছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস)-এর সাপোর্ট


বিজ্ঞাপন


ফটোগ্রাফি প্রেমীদের জন্য গ্যালাক্সি এফ৩৬ পঞ্চম প্রজন্ম হতে পারে দারুণ একটি অপশন। এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকতে পারে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ আসবে। এর সঙ্গে থাকতে পারে ৫ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য থাকতে পারে ১৩ মেগাপিক্সেলের সামনে ক্যামেরা।

স্যামসাং এই ফোনে তাদের নিজস্ব এক্সিনোস ১৩৮০ চিপসেট দিতে পারে, যা পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক সাপোর্ট করে এবং একাধিক কাজ একসঙ্গে করা, খেলা ও ভিডিও সম্পাদনার মতো ভারী কাজ সহজেই সামলাতে সক্ষম। ফোনটি ৬ গিগাবাইট ও ৮ গিগাবাইট র‍্যাম-এর সঙ্গে ১২৮ গিগাবাইট ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা অপশনে আসতে পারে। ধারণক্ষমতা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে।

আরও পড়ুন: স্মার্টফোন কোন হাতে ব্যবহার করা উচিত?

গ্যালাক্সি এফ৩৬ পঞ্চম প্রজন্ম-তে থাকতে পারে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার-এর একটি বড় ব্যাটারি, যা দুই দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। এর সঙ্গে থাকবে ২৫ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট। তবে চার্জারটি বক্সে থাকবে কিনা, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

samsung

ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১-এ চলবে বলে ধারণা করা হচ্ছে। স্যামসাং এই ফোনে ৪ বছরের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম হালনাগাদ এবং ৫ বছরের সুরক্ষা প্যাচ দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারে। এছাড়া, পাশের দিকে বসানো আঙুলের ছাপ শনাক্তকারী সেন্সর, মুখ শনাক্ত করে আনলক এবং স্যামসাং নক্স সুরক্ষা ব্যবস্থা-ও এতে অন্তর্ভুক্ত থাকতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ পঞ্চম প্রজন্ম-এর উন্মোচন মানে হল, মাঝারি দামের ফোন বাজারে স্যামসাং তাদের অবস্থান আরও মজবুত করতে চলেছে। সুপার অ্যামোলেড স্ক্রিন, ওআইএস ক্যামেরা, পঞ্চম প্রজন্ম সাপোর্ট এবং শক্তিশালী ব্যাটারির মতো বৈশিষ্ট্য নিয়ে এটি বাজারে অন্যান্য ব্র্যান্ডের ফোনের সঙ্গে কড়া প্রতিযোগিতা করবে বলে আশা করা যায়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর