শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্মার্টফোন কোন হাতে ব্যবহার করা উচিত?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০২৫, ০১:৪৩ পিএম

শেয়ার করুন:

hand

স্মার্টফোন ব্যবহারকারীরা প্রায় সারাদিনই ফোনের সঙ্গে যুক্ত থাকেন—চ্যাটিং, সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখা, কিংবা কাজের প্রয়োজনে। তবে খুব কম মানুষই খেয়াল করেন, তারা কোন হাতে ফোন ব্যবহার করছেন—বাম না ডান? এর পেছনে রয়েছে একাধিক স্বাস্থ্য, দক্ষতা ও ব্যবহারিক দিক।

মস্তিষ্ক ও হাতের সংযোগ: শুরুটা এখানেই


বিজ্ঞাপন


মানুষের মস্তিষ্কের বাম ও ডান অংশ শরীরের বিপরীত পাশ নিয়ন্ত্রণ করে। ফলে—

ডানহাতি মানুষেরা সাধারণত ফোন ডান হাতে ধরে।

বামহাতি মানুষেরা বেশি ব্যবহার করেন বাম হাত।

তবে স্মার্টফোন ব্যবহারে বিষয়টি কেবল স্বাভাবিক অভ্যাস নয়, এর পেছনে রয়েছে আরো কিছু গুরুত্বপূর্ণ বিবেচনা।


বিজ্ঞাপন


games

কোন হাতে ফোন ব্যবহার করলে কী সুবিধা?

ডান হাতে ব্যবহার:

অধিকাংশ মানুষের জন্য স্বাভাবিক (কারণ বেশিরভাগ মানুষ ডানহাতি)

টাইপিং ও একহাতে অপারেশনে বেশি গতি পাওয়া যায়

বেশিরভাগ স্মার্টফোন অ্যাপ ও ইন্টারফেস ডানহাতিদের সুবিধা মাথায় রেখে ডিজাইন করা

বাম হাতে ব্যবহার:

গাড়ি চালানোর সময় ডান হাত স্টিয়ারিংয়ে রেখে ফোন সাময়িক ধরতে সুবিধা

কিছু অ্যাপ যেমন ক্যামেরা বা ভিডিও রেকর্ডিং বাম হাতে ব্যবহার করলে সাপোর্ট ভালো পাওয়া যায়

ডান হাত ব্যস্ত থাকলে বিকল্প হিসেবে বাম হাত ব্যবহারে চাপ কমে

hand

স্বাস্থ্যের দিক থেকে কোনটা ভালো?

স্মার্টফোন দীর্ঘক্ষণ একই হাতে ধরে রাখলে কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে:

‘টেক্সটিং থাম্ব’ বা ‘স্মার্টফোন ফিঙ্গার’: একহাতে দীর্ঘক্ষণ টাইপ করলে আঙুলের জয়েন্টে ব্যথা হতে পারে

‘নেক বেন্ড’ বা ‘টেক নেক’: ফোন নিচে ধরে স্ক্রল করলে ঘাড়ে ব্যথা

একহাতে ভারী ফোন ধরলে কবজির ওপর চাপ বাড়ে

সমাধান:

দুই হাত পালাক্রমে ব্যবহার করুন

এক হাতে বেশি সময় ফোন না ধরার চেষ্টা করুন

টাইপিং বা গেম খেলার সময় ফোনে গ্রিপ কভার ব্যবহার করুন

স্ট্যাটিস্টিকস কী বলছে?

একটি আন্তর্জাতিক প্রযুক্তি জরিপে দেখা গেছে:

৯০% ডানহাতি ব্যবহারকারী ফোন ব্যবহার করেন ডান হাতে

৬০% বামহাতি ব্যবহারকারীও অনেক সময় ডান হাতেই ফোন চালান—অ্যাপ ডিজাইনের কারণে

৭৫% মানুষ বলেন, এক হাতে ফোন চালালে টাইপিং ভুল বেশি হয়

মাল্টিটাস্কিং-এর জন্য কোনটা কার্যকর?

আপনি যদি ফোনে কথা বলতে বলতেই অন্য হাতে কিছু কাজ করতে চান—

ডান হাতে ফোন ধরলে বাম হাত ফ্রি থাকে—এটি অধিকাংশের জন্য অস্বাভাবিক

বাম হাতে ফোন ধরলে ডান হাত ফ্রি থাকে—এটি ডানহাতিদের জন্য বেশি সুবিধাজনক

তাই মাল্টিটাস্কিং-এর ক্ষেত্রে বাম হাতে ফোন ধরা অধিক কার্যকর।

আরও পড়ুন: ফোনে কভার লাগানো ভালো না মন্দ জানেন না বেশিরভাগ মানুষ

স্মার্টফোন আপনার জীবন সহজ করেছে, তবে এর ব্যবহারে যদি সামান্য সচেতনতা না থাকে, তাহলে তা শারীরিক অসুবিধার কারণ হয়ে উঠতে পারে। কাজেই শুধু কোন অ্যাপ বা ফোন ব্যবহার করছেন, তা নয়—কোন হাতে ব্যবহার করছেন, সেটিও গুরুত্ব দিন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর