প্রযুক্তির দুনিয়ায় স্মার্টফোনে রেডিও এখনো অনেকের কাছে বিনোদনের বড় মাধ্যম। কিন্তু অনেক সময় দেখা যায়, রেডিও চালাতে গেলে ফোন বারবার বলছে ‘ইয়ারফোন কানেক্ট করুন’। কেন এমন হয়?
ইয়ারফোনই অ্যান্টেনার কাজ করে
স্মার্টফোনে যেসব এফএম রেডিও ফিচার থাকে, সেগুলো সাধারণত অ্যানালগ সিগন্যাল গ্রহণ করে। এই সিগন্যাল ধরার জন্য দরকার হয় একটি অ্যান্টেনা। কিন্তু ফোনে আলাদা করে রেডিও সিগন্যালের জন্য অ্যান্টেনা বসানো হয় না। তাই, বিকল্প হিসেবে ইয়ারফোনের তারকে অ্যান্টেনা হিসেবে ব্যবহার করা হয়।

ইয়ারফোন: অ্যান্টেনার বিকল্প
ইয়ারফোনের তার খুব লম্বা হয় এবং এটি একটি কন্ডাক্টর (তারের মত বিদ্যুৎ পরিবাহী) হিসেবে কাজ করে।
বিজ্ঞাপন
এই তার আশেপাশের এফএম তরঙ্গ (FM waves) গ্রহণ করতে পারে।
ফোনের রেডিও চিপ ইয়ারফোনের মাধ্যমে সেই তরঙ্গগুলো ডিকোড করে এবং আপনি গান বা অনুষ্ঠান শুনতে পারেন।

তাহলে ইয়ারফোন ছাড়া রেডিও চলে না?
অনেক স্মার্টফোনে ইয়ারফোন ছাড়া রেডিও চালানো যায় না, কারণ অ্যান্টেনা না থাকলে রেডিও সিগনাল ধরা সম্ভব হয় না।
কিছু ফোন বা অ্যাপ ইন্টারনেট-ভিত্তিক রেডিও চালায়, সেক্ষেত্রে ইয়ারফোন দরকার হয় না। কারণ তখন সিগনাল আসে ওয়াইফাই বা মোবাইল ডাটার মাধ্যমে।
আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ কেন হয়
পরিশেষে বলা যায়, স্মার্টফোনে রেডিও চালাতে ইয়ারফোন লাগার মূল কারণ হলো — ইয়ারফোনের তার অ্যান্টেনা হিসেবে কাজ করে, যা রেডিও সিগন্যাল ধরার জন্য অপরিহার্য। ইয়ারফোন ছাড়লে রেডিও ঠিকমতো কাজ করে না কারণ তখন ফোনের ভেতরে প্রয়োজনীয় অ্যান্টেনা অনুপস্থিত থাকে।
এজেড

