শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফোন চুরি হলে ছবি ও ভিডিও রিকভার করা সম্ভব?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ০৯:৫৪ এএম

শেয়ার করুন:

ফোন চুরি

এই ডিজিটাল যুগে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি হয়ে উঠেছে আমাদের স্মৃতি, ডকুমেন্ট এবং ব্যক্তিগত তথ্যের ভাণ্ডার। কিন্তু হঠাৎ যদি ফোনটি চুরি হয়ে যায়? তখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়—ছবি ও ভিডিওগুলো কি ফিরে পাওয়া সম্ভব?

রিকভারি সম্ভব কি?

হ্যা, কিছু শর্তে ছবি ও ভিডিও রিকভার করা সম্ভব। তবে তা নির্ভর করে আপনি আগে থেকেই কিছু সতর্ক ব্যবস্থা নিয়েছিলেন কিনা। নিচে আলোচনা করা হলো সেই সম্ভাবনাগুলো:

১. ক্লাউড ব্যাকআপ থাকলে সুবিধা

recover

অ্যানড্রয়েড:

আপনি যদি গুগল ফটোসে স্বয়ংক্রিয় ব্যাকআপ চালু রাখেন, তবে সব ছবি ও ভিডিও গুগল অ্যাকাউন্টে সংরক্ষিত থাকে।

ফোন চুরি হলেও অন্য ডিভাইস বা কম্পিউটার থেকে photos.google.com-এ লগইন করে সহজেই সেগুলো রিকভার করা যায়।

আইফোন:

আইফোন ব্যবহারকারীদের জন্য iCloud Photos খুবই কার্যকর।

যদি iCloud-এ ব্যাকআপ চালু থাকে, তাহলে icloud.com-এ লগইন করে ফটো ও ভিডিও পাওয়া সম্ভব।

recover2

২. ডিভাইসে লোকালি থাকা ডেটা ফিরে পাওয়া কি সম্ভব?

এটি কঠিন, কিন্তু একেবারে অসম্ভব নয়। যদি ফোন চুরির আগে ডেটা কোনো কম্পিউটারে কপি করে রাখেন, তবে সেখান থেকে পাওয়া যেতে পারে।

অন্যদিকে, ফোন যদি চুরি হয়ে যায় এবং ক্লাউড ব্যাকআপ না থাকে, তাহলে ফোন রিকভার না হওয়া পর্যন্ত লোকাল ডেটা ফেরত পাওয়া প্রায় অসম্ভব।

৩. ফোন চুরি হলে কী করবেন?

অবিলম্বে Google বা Apple ID থেকে ডিভাইস রিমুভ করুন বা ব্লক করুন

→ অ্যানড্রয়েডে: Find My Device
→ আইফোনে: Find My iPhone

পাসওয়ার্ড বদলান: ইমেইল, সোশ্যাল মিডিয়া, গুগল/অ্যাপল আইডি—সবগুলোর পাসওয়ার্ড বদলে ফেলুন।

ক্লাউড ব্যাকআপ আছে কি না, সঙ্গে সঙ্গে চেক করুন।

recover36

ভবিষ্যতের জন্য করণীয়

Google Photos বা iCloud-এ অটো ব্যাকআপ চালু রাখুন

মাসে অন্তত একবার ডেটা কম্পিউটারে ব্যাকআপ নিন

আরও পড়ুন: কনটেন্ট তৈরির জন্য কোন মডেলের ফোন ভালো?

ফোনে স্ক্রিন লক ও দুই স্তরের নিরাপত্তা ব্যবহার করুন

Find My Device / Find My iPhone অপশন অন রাখুন

ফোন চুরি হলে ছবিগুলো ফিরে পাওয়া সম্ভব কি না—তা নির্ভর করে আপনি পূর্বে কী ব্যবস্থা নিয়েছিলেন তার ওপর। ক্লাউড ব্যাকআপ চালু থাকলে, প্রায় ৯০% ক্ষেত্রেই ছবি ও ভিডিও রিকভার করা সম্ভব। তবে ব্যাকআপ না থাকলে ঝুঁকি থেকে যায়। তাই আগেই সচেতন থাকাই সবচেয়ে ভালো পথ।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর