শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চার্জিংয়ের এসব ভুল অভ্যাসে ফোন নষ্ট হচ্ছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০২৫, ১০:৫৩ এএম

শেয়ার করুন:

smartphone charging

স্মার্টফোন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এখন। কিন্তু অনেকেই না জেনে ভুল চার্জিং অভ্যাসে ফোনের ব্যাটারির আয়ু কমিয়ে ফেলেন। দিনে কয়েকবার চার্জে দেওয়া, সারারাত ফোন চার্জে রেখে দেওয়া কিংবা কোনো কিছু না বুঝে ফাস্ট চার্জিং ব্যবহার—এসব অভ্যাস দীর্ঘমেয়াদে স্মার্টফোনের ক্ষতি করে।

চলুন জেনে নেওয়া যাক ভুলগুলো কী এবং কীভাবে এসব এড়ানো যায়।


বিজ্ঞাপন


সাধারণ চার্জিংয়ের ভুল যা আমরা প্রায়ই করি:

১. বারবার চার্জে দেওয়া

অনেকেই ফোন ৯০% থেকে আবার চার্জ দেন বা ৩০% নামলেই চার্জে লাগিয়ে দেন। এতে ব্যাটারির চার্জ সাইকেল নষ্ট হয়।

২. সারারাত চার্জে রেখে দেওয়া

রাতভর ফোন চার্জে রাখলে চার্জ ১০০% হয়ে গেলেও ফোন বিদ্যুৎ টানতে থাকে, এতে ব্যাটারি অতিরিক্ত গরম হয় এবং দীর্ঘদিনে তা ক্ষতিগ্রস্ত হয়।

charging2

৩. ফাস্ট চার্জিং অপশন সবসময় অন রাখা

ফাস্ট চার্জিং দ্রুত চার্জ দিলেও এর তাপমাত্রা বেশি হয়। নিয়মিত ব্যবহারে ব্যাটারির আয়ু কমে যেতে পারে।

৪. লোকাল বা নকল চার্জার ব্যবহার

মূল চার্জারের চেয়ে কম মানের বা লোকাল চার্জার ব্যবহারে ব্যাটারি সঠিকভাবে চার্জ পায় না এবং বিকল হয়ে যেতে পারে।

সমাধান – কিছু সহজ অভ্যাসেই মিলবে দীর্ঘস্থায়ী ব্যাটারি

২০%-৮০% এর মধ্যে চার্জ রাখার চেষ্টা করুন

ব্যাটারিকে পুরোপুরি ০% বা ১০০% পর্যন্ত নিতে না দিয়ে মাঝামাঝি চার্জ রেঞ্জে রাখা নিরাপদ ও স্বাস্থ্যকর।

ফাস্ট চার্জিং প্রয়োজন না হলে বন্ধ রাখুন

অনেক ফোনে সেটিংসে গিয়ে ফাস্ট চার্জিং অফ করার অপশন থাকে। যদি খুব তাড়াহুড়া না থাকে, তাহলে সাধারণ চার্জ ব্যবহার করুন।

charging

অরিজিনাল চার্জার ব্যবহার করুন

ফোনের ব্র্যান্ডের সঙ্গে আসা চার্জার ব্যবহার করাই উত্তম। অন্য ব্র্যান্ড বা লোকাল চার্জার ব্যাটারির ক্ষতি করতে পারে।

পাওয়ার সেভিং মোড চালু করলে ফোনে কম শক্তি খরচ হয়

নিয়মিত সফটওয়্যার আপডেট ব্যাটারি ব্যবস্থাপনা উন্নত করে

ব্যবহারে বিরতি দিন: একটানা গেম, ভিডিও বা ভারী অ্যাপ চালালে ফোন গরম হয় এবং ব্যাটারির আয়ু কমে যায়

আরও পড়ুন: টিনের ঘরে নেটওয়ার্ক পায় না কেন?

ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়া বা নষ্ট হয়ে যাওয়ার জন্য প্রযুক্তিকে দোষ না দিয়ে নিজেদের ব্যবহারে পরিবর্তন আনাই বুদ্ধিমানের কাজ। একটু সচেতনতা ও নিয়ম মানলে ব্যাটারি ১ নয়, ২–৩ বছরও ভালো থাকবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর