স্মার্টফোন ব্যবহারকারীরা প্রায় সবাই নোটিফিকেশনের ঝামেলায় বিরক্ত হন। হোক সেটা সামাজিক যোগাযোগমাধ্যম, গেমস, ই-কমার্স অ্যাপ কিংবা অপ্রয়োজনীয় নিউজ অ্যাপ—সারাদিন ধরেই ফোনে একের পর এক নোটিফিকেশন আসে। কিন্তু জানেন কি, এই অপ্রয়োজনীয় নোটিফিকেশন শুধু বিরক্তির কারণই নয়, এটি আপনার ফোনের ব্যাটারির জন্যও ক্ষতিকর?
কীভাবে নোটিফিকেশন ব্যাটারি খরচ বাড়ায়?
প্রতিটি নতুন নোটিফিকেশন এলে ফোন নিজে থেকেই ‘জেগে ওঠে’। অর্থাৎ স্ক্রিন চালু হয়, ভাইব্রেশন বা সাউন্ড হয়, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ এক্টিভ থাকে। বারবার এমন হলে ফোনের প্রসেসর ব্যস্ত হয়ে পড়ে, এবং অতিরিক্ত চার্জ ব্যয় হয়। বিশেষ করে যখন অনেক অ্যাপের নোটিফিকেশন চালু থাকে—তখন ব্যাটারি দ্রুত খরচ হয়।
সমাধান: অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন
অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে আপনি সহজেই ব্যাটারির আয়ু বাড়াতে পারেন। এজন্য যা করতে হবে-

বিজ্ঞাপন
Settings > Notifications এ যান
যেসব অ্যাপের নোটিফিকেশন প্রয়োজন নেই, সেগুলোর টগল বন্ধ করে দিন
বিশেষ করে গেমস, শপিং অ্যাপ, নিউজ, অফার বা লোন অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখা বুদ্ধিমানের কাজ
অ্যানড্রয়েড ও আইফোন—উভয় প্ল্যাটফর্মেই এ অপশন সহজে পাওয়া যায়।

অতিরিক্ত টিপস
ফোনে ডু নট ডিস্টার্ব মোড চালু রাখলে নির্দিষ্ট সময়ের জন্য সব নোটিফিকেশন বন্ধ রাখা যায়।
ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ অপশন বন্ধ করে দিলে কিছু অ্যাপ নিজের থেকে চালু হয়ে নোটিফিকেশন পাঠাতে পারবে না।
নোটিফিকেশন ‘সাইলেন্ট’ করলেও অনেকটাই ব্যাটারির সাশ্রয় হয়।
আরও পড়ুন: চার্জিংয়ের এসব ভুল অভ্যাসে ফোন নষ্ট হচ্ছে
নোটিফিকেশন ফোন ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও অপ্রয়োজনীয় নোটিফিকেশন কেবল সময় নষ্টই করে না, ব্যাটারির আয়ুও কমিয়ে দেয়। তাই সচেতন হয়ে প্রয়োজন ছাড়া অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখাই ভালো। এতে আপনার ফোন আরও দীর্ঘ সময় সচল থাকবে।
এজেড

