শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফোন রিস্টার্ট দিলে কী হয়?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০২৫, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

phone restarting

স্মার্টফোন একটানা সপ্তাহ বা মাসজুড়ে চালিয়ে রাখলেও অনেকেই একটি গুরুত্বপূর্ণ অভ্যাস এড়িয়ে যান, সেটি হচ্ছে রিস্টার্ট করা। অথচ বিশেষজ্ঞরা বলছেন, মাঝে মাঝে ফোন রিস্টার্ট করা শুধু ভালোই নয়, এটি ফোনের স্বাস্থ্য এবং পারফরম্যান্স বজায় রাখতে অত্যন্ত জরুরি। চলুন জেনে নিই, কেন মাঝেমধ্যে ফোন রিস্টার্ট করা দরকার এবং এতে কী কী উপকার মেলে।

রিস্টার্ট কীভাবে কাজ করে?

ফোন রিস্টার্ট মানে হলো ফোনকে সম্পূর্ণ বন্ধ করে আবার চালু করা। এতে ফোনের াম (অস্থায়ী মেমোরি) পরিষ্কার হয়, অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ হয় এবং সিস্টেম নতুন করে কাজ শুরু করে—একটি ‘রিফ্রেশ’ অবস্থায়।

রিস্টার্ট করলে যেসব উপকার মেলে

ফোনের গতি বাড়ে

ফোন ধীরগতির হয়ে গেলে রিস্টার্ট করে দেখুন। পুরনো প্রক্রিয়াগুলো বন্ধ হয়ে গেলে ফোন আবার আগের মতো দ্রুত কাজ করতে পারে।


বিজ্ঞাপন


restarting

ব্যাটারি ব্যাকআপ উন্নত হয়

ব্যাকগ্রাউন্ড অ্যাপ বা বাগের কারণে ব্যাটারি দ্রুত ফুরায়। রিস্টার্ট করলে এসব বন্ধ হয়ে ব্যাটারি সাশ্রয় হয়।

অ্যাপ ক্র্যাশ ও হ্যাং কমে

কোনও অ্যাপ আচমকা বন্ধ হয়ে যাওয়া বা হ্যাং করলে রিস্টার্ট অনেক সময় তা সমাধান করে।

নেটওয়ার্ক সমস্যায় কার্যকর

কল ড্রপ, সিম না ধরা, মোবাইল ডেটা না চলার মতো সমস্যা হলে রিস্টার্ট করলেই ফোন নতুন করে নেটওয়ার্ক ক্যাচ করে নেয়।

restarting

ওভারহিটিং কমায়

দীর্ঘক্ষণ ব্যবহার বা চার্জের পর গরম হওয়া ফোন কিছু সময় বন্ধ রেখে চালু করলে ঠান্ডা হয়ে আসে।

কতদিন পর পর রিস্টার্ট করা উচিত?

বিশেষজ্ঞদের মতে,

সপ্তাহে অন্তত ১ বার ফোন রিস্টার্ট করা উচিত

যদি ফোন স্লো হয়ে যায় বা হিট করে, তখন সঙ্গে সঙ্গে রিস্টার্ট করা ভালো

যারা অনেক অ্যাপ ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে ৩-৪ দিনে একবার রিস্টার্ট করলেই ভালো ফল মেলে

theme

যেসব ভুল করবেন না

রিস্টার্টের পরিবর্তে ফ্যাক্টরি রিসেট করে ফেলবেন না, এতে সব ডেটা মুছে যেতে পারে

বারবার রিস্টার্ট করাও ভালো নয়, এতে হার্ডওয়্যারে চাপ পড়ে

আরও পড়ুন: স্মার্টফোন দীর্ঘদিন বন্ধ করে রাখলে কি নষ্ট হয়ে যায়?

সমস্যা থেকে বাঁচতে ফোনে সফটওয়্যার আপডেট সময়মতো দিন

ছোট্ট একটি কাজ—রিস্টার্ট—হাতে সময় লাগে মাত্র ১ মিনিট, কিন্তু উপকারিতা অনেক। এটি ফোনের দীর্ঘস্থায়িত্ব বাড়ায়, গতি ঠিক রাখে এবং হ্যাং হওয়া বা অ্যাপ ক্র্যাশের মতো ঝামেলা কমায়। তাই প্রযুক্তি সচেতন ব্যবহারকারী হিসেবে আপনিও অভ্যাস করুন নিয়মিত ফোন রিস্টার্ট করার।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর