শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্মার্টফোন দীর্ঘদিন বন্ধ করে রাখলে কি নষ্ট হয়ে যায়?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ০৩:০৭ পিএম

শেয়ার করুন:

smartphone

অনেক সময় দেখা যায় আমরা পুরনো বা অতিরিক্ত স্মার্টফোন বন্ধ করে রেখে দেই মাসের পর মাস, এমনকি বছরের পর বছর। কেউ হয়তো বিদেশে যাওয়ার সময় ফোন রেখে যান, কেউ আবার বিক্রি করবেন ভেবে রেখে দেন। প্রশ্ন হলো স্মার্টফোন যদি দীর্ঘদিন বন্ধ করে রাখা হয়, তাহলে সেটি কি নষ্ট হয়ে যায়?

উত্তর এককথায়—হ্যা, আশঙ্কা। তবে পুরোপুরি নষ্ট না হলেও কিছু নির্দিষ্ট অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। নিচে জানানো হলো কোন কোন সমস্যা হতে পারে এবং কীভাবে এড়ানো সম্ভব।


বিজ্ঞাপন


১. ব্যাটারির স্থায়ী ক্ষতি হতে পারে

স্মার্টফোন বন্ধ থাকলেও এর ব্যাটারি আস্তে আস্তে ডিসচার্জ হয়। এক পর্যায়ে ‘ডিপ ডিসচার্জ’ হলে ব্যাটারির সেল নষ্ট হয়ে যায় এবং ফোন চালু করলেও চার্জ নেয় না।

বিশেষ করে লিথিয়াম-আয়ন ব্যাটারি (Lithium-ion) দীর্ঘদিন সম্পূর্ণ ডিসচার্জ অবস্থায় থাকলে ব্যাটারি ফুলে যেতে বা বিকল হতে পারে।

phn


বিজ্ঞাপন


করণীয়:

ফোন বন্ধ করে রাখার আগে অন্তত ৫০% চার্জ দিয়ে রাখুন

প্রতি ১-২ মাস পরপর একবার অন করে ব্যাটারি একটু চার্জ দিয়ে রাখুন

২. অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার পুরনো হয়ে পড়ে

যদি অনেক মাস ফোন অন না করা হয়, তখন সেটির অ্যানড্রয়েড বা আইওএস ভার্সন অনেক পিছিয়ে পড়ে। পরবর্তীতে চালু করলে একসাথে অনেক আপডেট নিতে হবে, যা ফোনকে স্লো করে দিতে পারে বা কিছু অ্যাপ ঠিকভাবে চলবে না।

করণীয়:

অন্তত ২–৩ মাসে একবার ফোন অন করে আপডেট দেখে নিন

ওয়াইফাই কানেকশনে রাখলে ভালো হয়

৩. হার্ডওয়্যারের সমস্যা দেখা দিতে পারে

ফোন দীর্ঘদিন বন্ধ ও একঘেয়ে পরিবেশে (আর্দ্রতা, গরম, ধুলাবালি) থাকলে ক্যামেরা লেন্সে ফাঙ্গাস, স্ক্রিনে ড্যামেজ, স্পিকার নষ্ট, এমনকি মাদারবোর্ডে সমস্যা হতে পারে।

use

করণীয়:

ফোন রাখার আগে পরিষ্কার করে শুকনা, ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন

সিলিকা জেল বা শুকনা কাপড়ে মোড়ানো অবস্থায় রাখা ভালো

৪. সিম বা মেমোরি কার্ডে সমস্যা হতে পারে

দীর্ঘদিন বন্ধ থাকা ফোনে রেখে দেওয়া সিম বা মেমোরি কার্ড ড্যামেজ বা করাপ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে সিম সচল না থাকলে নম্বর বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

করণীয়:

ফোন বন্ধ রাখার আগে সিম ও মেমোরি কার্ড আলাদা করে সংরক্ষণ করুন

প্রয়োজনে অন্য ডিভাইসে মাঝে মাঝে ব্যবহার করে নিন

আরও পড়ুন: ফোন চার্জে কতক্ষণ রাখা উচিত, বেশি সময় চার্জে থাকলে কী হয়?

স্মার্টফোন দীর্ঘদিন বন্ধ করে রাখলেও তা একদমই নষ্ট হয়ে যায় না, তবে কিছু শারীরিক ও সফটওয়্যার সমস্যা হতে পারে। সঠিকভাবে সংরক্ষণ এবং মাঝে মাঝে অন করে দেখার অভ্যাস থাকলে, ফোন দীর্ঘ সময় পরেও সচল রাখা সম্ভব।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর