সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ঢাকা

ফোনের ক্যামেরার লেন্সে পানি ঢুকলে করণীয়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ১০:৪০ এএম

শেয়ার করুন:

phone camera lense

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং দৈনন্দিন জীবনের নানামুখী কাজের অন্যতম সহকারী। বিশেষ করে ছবি তোলা বা ভিডিও করার ক্ষেত্রে এর ক্যামেরা একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বর্ষাকাল, হঠাৎ বৃষ্টি কিংবা অসাবধানতাবশত পানির স্পর্শে ক্যামেরার লেন্সে জল চলে আসতে পারে। এতে ছবির গুণগত মান যেমন নষ্ট হয়, তেমনি ফোনের ভেতরের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও থাকে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে কীভাবে দ্রুত ও সঠিক পদক্ষেপ নেবেন, তা জানা জরুরি।

১. তৎক্ষণাৎ ফোন বন্ধ করে দিন

পানি লাগার পর ফোন চালু থাকলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। তাই ক্যামেরায় বা ফোনে পানি ঢোকার সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে দিন।

২. শুকনা, মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন

ক্যামেরার লেন্স খুব স্পর্শকাতর, তাই মোটা বা শক্ত কাপড় না ব্যবহার করে নরম, লিন্ট-ফ্রি (মাইক্রোফাইবার) কাপড় দিয়ে আস্তে করে পানি মুছে ফেলুন।

lense


বিজ্ঞাপন


৩. রাইস ট্রিক (Rice Method) ব্যবহার করুন

ফোনের ভেতরে কিংবা লেন্সের কাচের নিচে ফোঁটা জমে গেলে ফোনটি সম্পূর্ণভাবে চালু না করে ১২-২৪ ঘণ্টা শুকনা চালের ভেতরে রাখুন। চাল প্রাকৃতিকভাবে আর্দ্রতা শোষণ করে ফোনের ভেতরের পানি টেনে নেয়।

৪. সিলিকা জেল ব্যবহার করুন

যদি হাতে থাকে, তাহলে রাইস ট্রিকের চেয়ে আরও কার্যকর পদ্ধতি হলো সিলিকা জেলের প্যাকেটের সঙ্গে ফোনটি বদ্ধ পাত্রে রেখে দেওয়া। এটি আর্দ্রতা দ্রুত ও কার্যকরভাবে শুষে নেয়।

৫. রোদে বা হালকা বাতাসে শুকিয়ে নিন

তীব্র রোদ নয়, বরং হালকা রোদে বা ফ্যানের বাতাসে ফোন রেখে দিন যেন ধীরে ধীরে ভিতরের আর্দ্রতা শুকিয়ে যায়। তবে সরাসরি গরম বাতাস বা হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না, এতে ক্যামেরার লেন্স বা ফোনের ইলেকট্রনিক অংশ গলে যেতে পারে।

water

যেসব কাজ একেবারেই করবেন না:

ফোন অন করে দেখা (ভেতরে পানি থাকলে আরও বড় ক্ষতি হতে পারে)

ক্যামেরা লেন্সে জোরে ঘষা বা টিস্যু পেপার দিয়ে মোছা

হেয়ার ড্রায়ার, ওভেন বা মাইক্রোওয়েভে গরম করা

লেন্সের উপর অ্যাসিড বা অ্যালকোহলজাত দ্রব্য লাগানো

কখন টেকনিশিয়ানের কাছে নেওয়া উচিত?

যদি পানি ঢোকার ২৪ ঘণ্টা পরও ক্যামেরায় ফগ বা পানি জমা থাকে

যদি ছবি ঝাপসা আসে বা লেন্সে কনডেনসেশন দেখা যায়

যদি ফ্ল্যাশ বা ফোকাস কাজ না করে

এক্ষেত্রে পেশাদার মোবাইল টেকনিশিয়ানের কাছে নিয়ে গিয়ে ফোন খুলে ভেতরের আর্দ্রতা পরিষ্কার করানোই শ্রেয়।

আরও পড়ুন: পাওয়ার ব্যাংক দিয়ে ফোন চার্জ দেওয়া কি ঠিক?

বর্ষাকালে বা ভিজে পরিবেশে ফোন ব্যবহার করলে সতর্ক থাকা জরুরি। ফোনের ক্যামেরা লেন্সে পানি লাগা সামান্য বিষয় মনে হলেও এটি সময়মতো ব্যবস্থা না নিলে ক্যামেরা স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। তাই পানিতে ভিজে গেলে দ্রুত পদক্ষেপ নেওয়াই ফোনের আয়ু রক্ষা করার অন্যতম উপায়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর