সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ঢাকা

টিপস

পাওয়ার ব্যাংক দিয়ে ফোন চার্জ দেওয়া কি ঠিক?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ০৯:৪৩ এএম

শেয়ার করুন:

phone charged by power bank

বর্তমান যুগে স্মার্টফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ। তবে স্মার্টফোন ব্যবহার যত বাড়ছে, ততই বাড়ছে চার্জ ফুরিয়ে যাওয়ার ঝামেলা। এ অবস্থায় বহনযোগ্য চার্জিং ডিভাইস হিসেবে পাওয়ার ব্যাংক দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কিন্তু অনেকেই প্রশ্ন করেন—পাওয়ার ব্যাংক দিয়ে ফোন চার্জ দেওয়া কি নিরাপদ? এতে কি ফোনের ব্যাটারির কোনো ক্ষতি হয় না? এই প্রতিবেদনে আমরা এ বিষয়ে বিশ্লেষণ করবো।

পাওয়ার ব্যাংক কী?

পাওয়ার ব্যাংক হলো একটি পোর্টেবল ব্যাটারি ইউনিট, যা বৈদ্যুতিক শক্তি সংরক্ষণ করে রাখে এবং প্রয়োজন অনুযায়ী স্মার্টফোন বা অন্য ডিভাইসে চার্জ সরবরাহ করে। এটি মূলত একটি পুনঃব্যবহারযোগ্য ব্যাটারির মতো কাজ করে, যাকে ইউএসবি ক্যাবলের মাধ্যমে ফোনে সংযুক্ত করে চার্জ দেওয়া হয়।

পাওয়ার ব্যাংক ব্যবহারের সুবিধা

যাত্রাপথে চার্জের নিশ্চয়তা: বাইরে থাকার সময় চার্জ শেষ হয়ে গেলে পাওয়ার ব্যাংক জীবনরক্ষাকারী হয়ে উঠতে পারে।

ank


বিজ্ঞাপন


মাল্টি-ডিভাইস চার্জিং: একাধিক ইউএসবি পোর্ট থাকলে একসঙ্গে একাধিক ডিভাইস চার্জ দেওয়া যায়।

ভবিষ্যতের প্রস্তুতি: লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাটে মোবাইল চার্জ করার অন্যতম কার্যকর সমাধান।

আরও পড়ুন: পাওয়ার বাটন কাজ না করলে স্মার্টফোন বন্ধ করার বিকল্প উপায়

পাওয়ার ব্যাংক ব্যবহারের সম্ভাব্য ঝুঁকি

যদিও পাওয়ার ব্যাংক খুবই কার্যকর, তবে ভুলভাবে ব্যবহার করলে ক্ষতির আশঙ্কাও থেকে যায়।

নিম্ন মানের পাওয়ার ব্যাংকের ক্ষতি: বাজারে অনেক নিম্নমানের ও নন-ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক পাওয়া যায়, যেগুলোর ভেতরের সার্কিট ও ব্যাটারি নিরাপদ নয়। এগুলো ফোনের ব্যাটারি নষ্ট করতে পারে, এমনকি বিস্ফোরণও ঘটাতে পারে।

ভোল্টেজ ও অ্যাম্পিয়ার মিসম্যাচ: কিছু পাওয়ার ব্যাংক ফোনের উপযুক্ত ভোল্টেজ ও কারেন্ট সরবরাহ করতে পারে না। এতে ফোনের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে।

bank

অতিরিক্ত চার্জিং: যদি পাওয়ার ব্যাংকে অটো-কাট প্রযুক্তি না থাকে, তবে অতিরিক্ত চার্জ গিয়ে ব্যাটারির স্থায়িত্ব কমে যেতে পারে।

কীভাবে নিরাপদে পাওয়ার ব্যাংক ব্যবহার করবেন?

ভালো ব্র্যান্ড বাছাই করুন: বিশ্বস্ত ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক ব্যবহার করুন, যেগুলোর সুরক্ষা সার্টিফিকেশন রয়েছে (যেমন CE, FCC, RoHS)।

ব্যাটারি ক্যাপাসিটি মিলিয়ে নিন: আপনার ফোনের ব্যাটারির ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পাওয়ার ব্যাংক বেছে নিন (যেমন ১০,০০০ বা ২০,০০০ এমএএইচ)।

অটো-কাট ও ওভারচার্জ প্রটেকশন আছে কি না দেখুন: ভালো পাওয়ার ব্যাংকে এই ফিচারগুলো থাকে, যা ফোনকে অতিরিক্ত চার্জ থেকে রক্ষা করে।

power_bank

তাপমাত্রা পর্যবেক্ষণ করুন: চার্জ দেওয়ার সময় ফোন বা পাওয়ার ব্যাংক অতিরিক্ত গরম হলে ব্যবহার বন্ধ করুন।

সঠিকভাবে ব্যবহার করলে পাওয়ার ব্যাংক দিয়ে ফোন চার্জ দেওয়া সম্পূর্ণ নিরাপদ। বরং এটি আপনার ফোনের ব্যাটারির আয়ুষ্কাল বাড়াতে সাহায্য করতে পারে, কারণ এটি বারবার চার্জের ঝামেলা কমায়। তবে নিম্নমানের বা অতিরিক্ত সস্তা পাওয়ার ব্যাংক ব্যবহার করলে ক্ষতির ঝুঁকি থেকেই যায়। তাই সচেতনভাবে মানসম্পন্ন পাওয়ার ব্যাংক ব্যবহার করাই উত্তম।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর