স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। যোগাযোগ থেকে শুরু করে ছবি তোলা, পথ নির্দেশনা, এমনকি অফিসের কাজ পর্যন্ত— সব কিছুতেই এই যন্ত্রটির ব্যবহার অপরিহার্য। তবে বর্ষাকালে বৃষ্টির মধ্যে চলাফেরা করতে গিয়ে অনেক সময়েই ফোন ভিজে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় অনেকের মনে প্রশ্ন জাগে বৃষ্টিতে স্মার্টফোন ভিজলে কি তা নষ্ট হয়ে যেতে পারে?
স্মার্টফোন ও পানির সম্পর্ক
বেশিরভাগ সাধারণ স্মার্টফোন পানি প্রতিরোধী নয়। অর্থাৎ এগুলোর মধ্যে পানি ঢুকে গেলে মাদারবোর্ড, ব্যাটারি, ডিসপ্লে বা চার্জিং পোর্টে শর্ট সার্কিট হয়ে যেতে পারে, যা ফোনের স্থায়ী ক্ষতি করতে পারে। তবে সাম্প্রতিক কিছু ফোনে IP (Ingress Protection) রেটিং যুক্ত থাকে, যা নির্দিষ্ট মাত্রায় পানি ও ধুলা প্রতিরোধে সক্ষম।

IP রেটিং কী?
IP67: ১ মিটার গভীর পানিতে ৩০ মিনিট পর্যন্ত টিকে থাকতে পারে
বিজ্ঞাপন
IP68: ১.৫ মিটার পর্যন্ত পানিতে টিকে থাকতে পারে আরও দীর্ঘ সময়
তবে এই প্রতিরোধ ক্ষমতা সাধারণত সাধারণ পানির জন্য প্রযোজ্য, বৃষ্টির পানি বা সোডা, স্যাঁতসেঁতে পরিবেশের ক্ষেত্রে ফলাফল ভিন্ন হতে পারে।
বিশেষজ্ঞদের মতামত
নাহিদ নামের একজন মোবাইল টেকনিশিয়ান জানান, ‘বৃষ্টি সরাসরি ফোনের স্পিকার বা চার্জিং পোর্টে পড়লে দ্রুত পানি ঢুকে পড়তে পারে। এতে শর্ট সার্কিট, শব্দ বিকৃতি বা চার্জিং সমস্যার সৃষ্টি হয়।’

বৃষ্টিতে স্মার্টফোন ভিজলে করণীয়:
১. ফোন বন্ধ করুন: ফোন চালু রাখলে শর্ট সার্কিটের সম্ভাবনা বেড়ে যায়।
২. শুকনা কাপড়ে মুছে নিন: খোলা অংশ যেমন পোর্ট, স্পিকার, বাটন ভালভাবে মুছে ফেলুন।
৩. চাল বা সিলিকা প্যাকেটে রাখুন: ফোন শুকানোর জন্য চাল বা সিলিকা জেলে ২৪ ঘণ্টা রেখে দিন।
4. চার্জ দিবেন না: ফোন সম্পূর্ণ শুকিয়ে না যাওয়া পর্যন্ত চার্জে দেওয়া বিপজ্জনক।
৫. প্রয়োজনে সার্ভিস সেন্টারে যান: ফোনে পানি ঢুকলে অবিলম্বে পেশাদার সাহায্য নেওয়াই শ্রেয়।
সতর্কতা হিসেবে যা করবেন:
বৃষ্টির সময় ফোনকে ওয়াটারপ্রুফ কভার বা পাউচে রাখুন
ভেজা হাতে ফোন ব্যবহার এড়িয়ে চলুন
আরও পড়ুন: বৃষ্টিতে স্মার্টফোন সুরক্ষিত রাখার উপায়
ফোন যদি পানি প্রতিরোধী না হয়, তবে বৃষ্টির মধ্যে ব্যবহার না করাই ভালো
বৃষ্টিতে স্মার্টফোন ভিজে গেলে তা ক্ষতির কারণ হতে পারে, বিশেষ করে যদি ফোনটির পানিরোধ ক্ষমতা না থাকে। আধুনিক প্রযুক্তি কিছুটা সুরক্ষা দিলেও এটি সব পরিস্থিতিতে কাজ নাও করতে পারে। তাই বর্ষাকালে ফোন ব্যবহার করার সময় সতর্ক থাকা জরুরি। সচেতন ব্যবহারই পারে আপনার প্রিয় ডিভাইসকে দুর্ঘটনা থেকে বাঁচাতে।
এজেড

