বর্ষাকাল পার হলেও অঝরে বৃষ্টি হচ্ছে প্রতিদিনই। এসময় বাসা-বাড়ি থেকে বের হলে জামা-কাপড় ভিজে যাওয়ার আশঙ্কা থাকে। ভিজে যেতে পারে সাধের ফোনটিও। ফোনে একবার পানি ঢুকলে নষ্ট হতে পারে। তাই বলে ফোন দিয়ে বের হবেন না? জেনে নিন বৃষ্টির দিনে ফোন সুরক্ষিত রাখবেন যেভাবে।
বর্ষায় ফোনের যত্ন নেবেন কী করে?
বিজ্ঞাপন
বর্ষাকালে আপনার সঙ্গে সবসময় একটি সিলিকন কভার রাখুন। এগুলো পানিরোধী হয় এবং বৃষ্টিতে ফোনকে কোনোভাবেই ভিজতে দেয় না। আপনি যদি কভারের ভিতরে রেখে ফোনটি ব্যাগে রাখেন, তাহলে ব্যাগ ভিজে গেলেও কোনও সমস্যা হয় না। আর যদি কোনও কল রিসিভ করার জন্য বৃষ্টিতে ফোন বেরও করেন, তাতেও কোনও সমস্যা হবে না। কারণ কোনওভাবেই কভারের মধ্যে পানি ঢুকবে না।
তবে যদি কভার না থাকে, তাহলে খুব দরকার ছাড়া ফোন বের না করাই ভালো। প্রয়োজনে আপনার কাছে একটি প্লাস্টিকও রাখতে পারেন। আপনি তাতেও ফোনটি রেখে দিতে পারেন।
অনেক ফোন কভার আছে যেগুলো ওয়াটারপ্রুফ। এগুলো ব্যবহার করতে পারেন। আপনি যেকোননো ফোনের কভারের দোকান থেকে কিনতে পারবেন। দামও খুব একটা বেশি হয় না। এমনকি অনলাইনেও কিনে নিতে পারবেন। তবে এমন হয় যে, আপনি সেই কভারটি পরিয়ে বৃষ্টিতে ফোনটি ব্যবহার করতে পারবেন। এমন করলে ফোনের স্পিকার দিয়ে পানি ঢুকে গিয়ে ফোনটি খারাপ হতে পারে।
বিজ্ঞাপন
বাইরে প্রচুর বজ্রপাত হলে ফোন বন্ধ করে দেওয়া উচিত। বজ্রপাতের কারণে আপনার ডিভাইসের ক্ষতি হতে পারে। ফোনটি যদি কোনোভাবে পানিতে ভিজে যায় তবে তা সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হবে। তার জন্য আপনার সঙ্গে একটি নরম কাপড় রাখবেন। আর তা দিয়ে ফোনটি পরিষ্কার করুন এবং তারপরে সময় করে ব্লোয়ার ব্যবহার করে ফোনটি শুকিয়ে নিন। তবে কখনও খুব কাছ থেকে ব্লোয়ার ব্যবহার করবেন না। এতে ফোন গরম হয়ে যেতে পারে।
এজেড