শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টিপস

স্মার্টফোনের ব্যাটারি দ্রুত ‘ডাউন’ হওয়ার ৭ গোপন কারণ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২৫, ১২:৪৮ পিএম

শেয়ার করুন:

smartphone battery

স্মার্টফোন ব্যবহারকারীদের অনেকেই প্রায়ই অভিযোগ করেন, ‘ফোনে চার্জ দেই সকালে, বিকেল হতেই ব্যাটারি শেষ!’ অথচ ফোনটি নতুন, কিংবা ব্যাটারিও ভালো ছিল কিছুদিন আগেও। তাহলে সমস্যা কোথায়?

ব্যাটারির আয়ু কমে যাওয়ার পেছনে থাকে কিছু গোপন বা অবচেতন অভ্যাস, যা অনেকেই জানেন না। আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো স্মার্টফোনে ব্যাটারি দ্রুত শেষ হওয়ার ৭টি প্রধান কারণ এবং প্রতিকার।


বিজ্ঞাপন


১. সব সময় স্ক্রিনের উজ্জ্বলতা (Brightness) সর্বোচ্চে রাখা

অতিরিক্ত ব্রাইটনেস ব্যাটারির সবচেয়ে বড় শত্রু।

সমাধান: ‘Auto Brightness’ অন রাখুন অথবা নিজের হাতে ব্রাইটনেস কমিয়ে দিন।

low_bagtery


বিজ্ঞাপন


২. ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপস

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেইল – এগুলো বন্ধ করলেও পেছনে কাজ করে।

সমাধান: Settings > Battery > Background activity বা App management এ গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপস নিষ্ক্রিয় করুন।

৩. GPS, Bluetooth, Mobile Data সারাক্ষণ চালু রাখা

আপনি না চাইলেও এগুলো ডেটা ও ব্যাটারি খরচ করে।

আরও পড়ুন: একটি ফোন নম্বর দিয়ে কয়টি ফেসবুক চালানো যায়?

সমাধান: প্রয়োজন ছাড়া বন্ধ রাখুন। Google Location History বন্ধ করতে পারেন।

৪. অপ্রয়োজনীয় নোটিফিকেশন

প্রতিটি নোটিফিকেশন ফোনকে ‘জাগিয়ে’ তোলে, যা ব্যাটারি খরচ বাড়ায়।

সমাধান: Settings > Notifications এ গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপসের নোটিফিকেশন বন্ধ করুন।

৫. দুর্বল সিগন্যাল এলাকা

নেটওয়ার্ক দুর্বল হলে ফোন বারবার সংযোগ খোঁজে, এতে ব্যাটারি বেশি যায়।

সমাধান: সেলুলার নেটওয়ার্ক স্যুইচ করে দেখতে পারেন। প্রয়োজনে বিমান মোড (Airplane Mode) অন রাখুন।

down_pic

৬. লাইভ ওয়ালপেপার ও অ্যানিমেশন ব্যবহার

চলমান ব্যাকগ্রাউন্ড বা অ্যানিমেশন ব্যাটারি দ্রুত ফুরিয়ে দেয়।

সমাধান: সাধারণ বা ডার্ক স্ট্যাটিক ওয়ালপেপার ব্যবহার করুন।

৭. চার্জিংয়ের ভুল অভ্যাস

অনেকেই বারবার চার্জে দেন, অথবা সারারাত ফোন চার্জে রাখেন।

সমাধান: ২০%-৮০% এর মধ্যে চার্জ রাখুন

Fast Charging অপশন প্রয়োজন না হলে বন্ধ করুন

মূল চার্জার ব্যবহার করুন

অতিরিক্ত টিপস:

Power Saving Mode ব্যবহার করুন

সফটওয়্যার আপডেট করলে ব্যাটারি অপটিমাইজ হয়

ব্যবহারে বিরতি দিন – গেম বা ভিডিও চালিয়ে একনাগাড়ে ফোন গরম করা ব্যাটারির আয়ু কমিয়ে দেয়

ব্যাটারি দ্রুত শেষ হওয়ার জন্য ফোন নয়, বরং আমাদের কিছু অভ্যাসই দায়ী। একটু সচেতন হলে ফোনের ব্যাটারি ১ বছর নয়, ২–৩ বছরও ভালো থাকবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর