শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: দীর্ঘ মেসেজ পড়ার ঝামেলা শেষ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ০২:১৯ পিএম

শেয়ার করুন:

whatsapp

বিশ্বের অন্যতম জনপ্রিয় বার্তা আদান-প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার তার ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে এক নতুন চমকপ্রদ সুবিধা ‘বার্তা সারাংশ’ ফিচার। এই নতুন প্রযুক্তি ব্যবহারকারীদের দীর্ঘ বার্তা পড়ার সময় ও ঝামেলা কমিয়ে ব্যবহারকে আরও সহজ করে তুলবে।

হোয়াটসঅ্যাপ বেটা ইনফো নামের প্রযুক্তি-বিষয়ক একটি ওয়েবসাইট সূত্রে জানা গেছে, হোয়াটসঅ্যাপ বর্তমানে অ্যানড্রয়েড সংস্করণ ২.২৫.১৫.১২-তে পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু করেছে। এই ফিচারটি চালু হলে ব্যক্তিগত বার্তা, দলগত বার্তা এবং সম্প্রচার বার্তাগুলোর সংক্ষিপ্তসার ব্যবহারকারীদের সামনে উপস্থাপন করা হবে।


বিজ্ঞাপন


এই প্রযুক্তির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, মাত্র একটি বোতামে চাপ দিলেই দীর্ঘ কোনো বার্তার মূল বক্তব্য একটি সংক্ষিপ্ত রূপে ব্যবহারকারী জানতে পারবেন। ফলে পুরো বার্তা পড়তে না গিয়েও তাতে কী বলা হয়েছে তা বুঝে নেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন: একটি ফোন নম্বর দিয়ে কয়টি হোয়াটসঅ্যাপ চালানো সম্ভব?

এই ফিচারের পেছনে কাজ করছে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা-র কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, যা বার্তার ভেতরের বিষয়বস্তু বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্যগুলো আলাদাভাবে তুলে ধরবে।

এছাড়াও হোয়াটসঅ্যাপ সম্প্রতি আরও একটি গুরুত্বপূর্ণ গোপনীয়তা-সম্পর্কিত ফিচার চালু করেছে। নতুন ‘উন্নত চ্যাট গোপনীয়তা’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারী চাইলে তার পাঠানো বার্তা সংরক্ষণ বা রপ্তানির অনুমতি দিতে পারবেন কিংবা তা বন্ধ করে রাখতে পারবেন। এর ফলে বার্তা প্রেরক নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন বার্তার ভবিষ্যৎ ব্যবহার।


বিজ্ঞাপন


এই দুইটি ফিচারই ব্যবহারকারীদের নিরাপদ, ঝামেলাহীন ও সময় সাশ্রয়ী বার্তা আদান-প্রদানের অভিজ্ঞতা প্রদান করবে। যদিও এখনো ফিচার দুটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, আশা করা যাচ্ছে খুব শিগগিরই তা সবার জন্য উন্মুক্ত করা হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর