শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

একটি ফোন নম্বর দিয়ে কয়টি হোয়াটসঅ্যাপ চালানো সম্ভব?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ১০:১৩ এএম

শেয়ার করুন:

whatsapp

বর্তমান ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত আলাপ থেকে শুরু করে ব্যবসায়িক যোগাযোগ— সবক্ষেত্রেই এই অ্যাপটির ব্যবহার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অনেক ব্যবহারকারীর মনে প্রশ্ন জাগে, একটি মোবাইল নম্বর দিয়ে কয়টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানো সম্ভব?

এক নম্বর, এক অ্যাকাউন্ট— হোয়াটসঅ্যাপের মূলনীতি

হোয়াটসঅ্যাপের নীতিমতে, একটি মোবাইল নম্বর দিয়ে একটি মাত্র মূল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা সম্ভব। অ্যাকাউন্ট তৈরির সময় নম্বর ভেরিফিকেশনের মাধ্যমে এটি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: ডান নাকি বাম কানে ফোন ব্যবহার করা উচিত?

তবে প্রযুক্তির অগ্রগতির কারণে, বর্তমানে কিছু উপায় ব্যবহার করে একই নম্বরের মাধ্যমে একাধিক ডিভাইসে বা আলাদা হোয়াটসঅ্যাপ সংস্করণে অ্যাক্সেস নেওয়া যায়।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সংস্করণ

বর্তমানে হোয়াটসঅ্যাপের মূলত তিনটি প্রধান সংস্করণ রয়েছে—

হোয়াটসঅ্যাপ (সাধারণ সংস্করণ): ব্যক্তিগত ব্যবহারের জন্য।

হোয়াটসঅ্যাপ বিজনেস: ব্যবসায়িক বার্তা আদান-প্রদানের জন্য।

হোয়াটসঅ্যাপ ওয়েব ও লিঙ্কড ডিভাইস: কম্পিউটার বা অন্যান্য ডিভাইসে একই অ্যাকাউন্ট ব্যবহার করার ব্যবস্থা।

app

একই নম্বরে কতটি জায়গায় ব্যবহার সম্ভব?

মোবাইল অ্যাপ: একটি মোবাইলে একটি সংস্করণ (সাধারণ বা বিজনেস) ব্যবহার করা যায়। তবে কিছু ফোনে দুইটি অ্যাপ প্যারালালি চালানোর ‘ডুয়াল অ্যাপ’ ফিচার থাকলে দুইটি সংস্করণ ব্যবহার করা যায়—সেক্ষেত্রে একটি নম্বর দিয়ে সাধারণ হোয়াটসঅ্যাপ, আরেকটিতে হোয়াটসঅ্যাপ বিজনেস চালানো সম্ভব।

লিঙ্কড ডিভাইস: হোয়াটসঅ্যাপ এখন একটি মূল ফোন ছাড়াও অতিরিক্ত চারটি ডিভাইস পর্যন্ত একসঙ্গে যুক্ত করে ব্যবহার করার সুবিধা দেয়। ফলে একটি নম্বর দিয়ে সর্বোচ্চ ৫টি ডিভাইসে (১টি ফোন + ৪টি ওয়েব/কম্পিউটার/ট্যাবলেট) হোয়াটসঅ্যাপ ব্যবহার সম্ভব।

অবৈধ উপায়ে একাধিক অ্যাকাউন্ট চালানো সম্ভব?

বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ বা ক্লোনিং সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে একটি নম্বর দিয়ে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পরিচালনার চেষ্টা করা হয়, যা নিরাপত্তা ঝুঁকি বাড়ায় এবং হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ একে নিষিদ্ধ করে। এতে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।

প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে একটি মোবাইল নম্বর দিয়ে মূলত একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা সম্ভব হলেও, তা একাধিক ডিভাইসে চালানো যায়। তবে হোয়াটসঅ্যাপের নীতিমালা লঙ্ঘন করে ক্লোন অ্যাপ বা থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে বেশি অ্যাকাউন্ট চালানোর চেষ্টা ঝুঁকিপূর্ণ ও আইনবিরুদ্ধ।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর