আপনি যদি হোয়াটসঅ্যাপ চালান তবে দেখবেন আপনার ফ্রেন্ড চ্যাটে আপনাকে যেসব ছবি ও ভিডিও দিচ্ছে তা আপনার ফোনের স্টোরেজ স্বয়ংক্রিয়ভাবে সেভ হচ্ছে। দিনের পর দিন এভাবে চলতে থাকলে আপনার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাবে। তাহলে উপায়? উপায় জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। সমাধান পেয়ে যাবেন।
হোয়াটসঅ্যাপে আসা প্রতিটি মিডিয়া ফাইল যে অকেজো তা নয়। তবে দেখতে হবে কোন মিডিয়া ফাইলের সাইজ বড়, আর কোন মিডিয়া ফাইল কাজে লাগবে না। সেই সব ফাইলগুলোকে ফোন থেকে মুছে ফেলুন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ফেসবুক গ্রুপে অ্যাড নোটিফিকেশন বন্ধ করার উপায়
স্মার্টফোনে বহুবার আমরা একটি নোটিফিকেশনের সম্মুখীন হই যে, ‘Phone Storage Running Out’। আর এই নোটিফিকেশন এলেই বিরক্তির শেষ থাকে না। আসলে অ্যাপ যখন অপ্রয়োজনীয় ডেটা, cached ফাইল এবং অটো-ডাউনলোডেড মিডিয়ায় ভরে ওঠে, তখন ফোনের কার্যকারিতার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এমনকি নতুন অ্যাপও ইনস্টল করা সম্ভব হয় না। বিষয়টা অনেক ক্ষেত্রেই বিরক্তিকর হয়ে ওঠে। এমন নোটিফিকেশন এলে এবার থেকে চিন্তার কারণ নেই। আসলে আজকের প্রতিবেদনে আমরা স্টোরেজ স্পেস বাঁচানোর পন্থা আলোচনা করে নেব।

ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার জন্য এবং বার্তা আদানপ্রদান আরও সহজতর করার জন্য একাধিক ফিচার প্রদান করে থাকে হোয়াটসঅ্যাপে। এর মধ্যে অন্যতম হল - ডাউনলোড হওয়া মিডিয়া ফাইল নিজে নিজেই স্টোরে থেকে যায়। যেমন - ছবি, ভিডিও এবং ডকুমেন্ট ব্যবহারকারীর গ্যালারিতে সেভ থেকে যায়। এটা অনেক সময় সহায়ক হয়ে ওঠে ঠিকই, কিন্তু অযাচিত ভাবে নানা রকম সমস্যাও বয়ে আনে। কারণ সব মিডিয়া তো আর সেভ করে রাখার মতো জরুরি হয় না।
বিজ্ঞাপন
আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, পর্যাপ্ত স্টোরেজ ফোনে না থাকলে মেসেজ রিসিভ করা কিংবা সেন্ড করা যাবে না। কিন্তু এই সমস্যার সমাধান হবে কীভাবে? এর জন্য ধন্যবাদ দিতে হয় প্ল্যাটফর্ম সেটিংসকে। এর কারণে ফোনের গ্যালারিতে অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল আর নিজে থেকেই সেভ হবে না। অর্থাৎ অটো-সেভড হবে না। সেটা সমস্ত চ্যাট অথবা নির্দিষ্ট চ্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে। স্পেস সেভ করার জন্য মিডিয়া ফাইল অটো-ডাউনলোড যাতে না হয়, তার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে।

মিডিয়া ফাইল অটো-ডাউনলোড যাতে না হয়, তার জন্য যা যা করতে হবে-
১. নিজের ডিভাইসে হোয়াটসঅ্যাপ খুলতে হবে।
২. ওপরের ডান দিকের কোণায় থাকা থ্রি-ডট মেন্যু থেকে More Options খুঁজে নিতে হবে।
৩. ড্রপ-ডাউন মেন্যু থেকে Settings-এ ক্লিক করতে হবে।
৪. এবার Chats-এ যেতে হবে।
৫. Media Visibility অপশন স্যুইচ অফ করে দিতে হবে। আর যারা iPhone ব্যবহারকারী, তাদের Save to Photos অপশনটি টগল অফ করা উচিত।
আসলে Media Visibility যখন বন্ধ করা থাকে, তখন এই পরিবর্তনের পরে যে কোনও নতুন মিডিয়া ফাইল ডাউনলোড করা হলেও সেটা ব্যবহারকারীর ফোনের গ্যালারিতে দেখা যাবে না। তবে এই পরিবর্তনের আগে কোনও কিছু ডাউনলোড করা হলে সংশ্লিষ্ট সেটিং কিন্তু সেই মিডিয়া ফাইলের উপর কোনও রকম প্রভাব ফেলবে না।
এজেড

