শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেসবুকে 'পিপল ইউ মে নো’ সাজেশন বন্ধ করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ১০:২২ এএম

শেয়ার করুন:

facebook tips, facebook people you may know suggestions

মেটার অধীন বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুকের জনপ্রিয়তা হু হু করে বেড়েছে। নিয়মিত বহু নতুন গ্রাহক ফেসবুক ব্যবহার শুরু করেছেন। আর তাই ফেসবুকে আপনার পরিচিতের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ফেসবুকের 'পিপল ইউ মে নো’ সাজেশনের মাধ্যমে সেই মানুষগুলোকে দেখায় যাদের সম্ভব আপনি চেনেন। কিন্তু সেখানে এমন সব মানুষের প্রোফাইল দেখা যায় যাদের আপনি চিনলেও ফেসবুকে অ্যাড করতে চান না।

কোম্পানির নিজস্ব অ্যালগোরিদমের মাধ্যমে এই তালিকা তৈরি করে ফেসবুক। আপনার প্রোফাইলের বিভিন্ন তথ্য সঙ্গে যাচাই করে এমন সব মানুষের প্রোফাইল আপনার সামনে নিয়ে আসে যাদের আপনি চিনলেও চিনতে পারেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই তালিকায় অচেনা মানুষদের প্রোফাইল ভেসে ওঠে। যদিও এই সাজেশন বন্ধ করার উপায় রয়েছে।


বিজ্ঞাপন


off

ফেসবুকে 'পিপল ইউ মে নো’ সাজেশন বন্ধ করবেন কীভাবে?

স্টেপ ১: কম্পিউটার ব্রাউজার থেকে ফেসবুক ওপেন করে সেটিংস মেনু ওপেন করে প্রাইভেসি সিলেক্ট করুন। স্ক্রিনের ডান দিকে উপরে সেটিংস মেন্যু পাবেন। 

স্টেপ ২: এই মেন্যু সেটিংস সিলেক্ট করলে একটি নতুন মেন্যু খুলে যাবে। 


বিজ্ঞাপন


স্টেপ ৩: বা দিকে মেন্যু বারে নোটিফিকেশন দেখতে পাবেন। 

স্টেপ ৪: এখানে 'পিপল ইউ মে নো’ খুঁজে বার করুন। 

স্টেপ ৫: এখানে টগলটি অফ করে দিন। একই সঙ্গে এসএমএস, ইমেল ও পুষ নোটিফিকেশনে অ্যালার্ট বন্ধ করুন।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে স্প্যাম মেসেজ ঠেকাতে নতুন ফিচার

ব্রাউজারে ফেসবুক ওপেন করার সুযোগ না থাকলে অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইসে ফেসবুক অ্যাপ থেকে একই সুবিধা পাবেন। ডেক্সটপ ব্রাউজার থেকে ইতিমধ্যেই সেটিংস বদল করলে মোবাইল অ্যাপ থেকে আবার বন্ধ করার প্রয়োজন হবে না। 

এভাবে আপনি ফেসবুকে প্রয়োজনীয় নোটিফিকেশন থেকে রক্ষা পাবেন। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর