মাত্র ১২ হাজারে পাওয়া যাবে ল্যাপটপ। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। ভারতে মিলছে এই সুযোগ। মুকেশ আম্বানির জিও কোম্পানি দিচ্ছে সাশ্রয়ী দামে এই ল্যাপটপ কেনার সুযোগ।
বিশেষ করে শিক্ষার্থী এবং স্বল্প আয়ের মানুষদের জন্য এই ল্যাপটপ আনা হয়েছে। এই ল্যাপটপের মডেল জিওবুক ১১।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ৩০ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা ৫ স্মার্টফোন
এই ল্যাপটপটি ভারতের ই-কমার্স অ্যামাজন এবং ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে মাত্র ১২ হাজার ৯৯০ রুপিতে। এছাড়াও এই ল্যাপটপে অতিরিক্ত ছাড়ের সুবিধা উপভোগ করতে চাইলে, আপনি বিভিন্ন ব্যাংক কার্ডের অফার ব্যবহার করতে পারেন।
ল্যাপটপটিতে রয়েছে ডুয়াল-ব্যান্ড ওয়াইফাইসহ একটি মিডিয়াটেক এমটি ৮৭৮৮ অক্টা-কোর প্রসেসর। এই ডিভাইসে, কোম্পানি ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইনবিল্ড স্টোরেজ দিয়েছে, যা পরে একটি এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন।
বিজ্ঞাপন
কম্প্যাক্ট অথচ বাজেটের মধ্যেই এই ল্যাপটপের ওজন মাত্র ৯৯০ গ্রাম। রয়েছে স্টেরিও স্পিকারের সঙ্গে একটি অ্যান্টি-গ্লেয়ার এইচডি ডিসপ্লে। বৈশিষ্ট্যের কথা বলতে গেলে, এই ল্যাপটপটি ওয়্যারলেস প্রিন্টিং সাপোর্ট সহ আসে এবং ৮ ঘন্টারও বেশি ব্যাটারি লাইফ।
এজেড