তথ্যপ্রযুক্তি খাতে নেটওয়ার্কিং বাড়াতে এই খাত সংশ্লিষ্ট সকলকে নিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ইফতার মাহফিলের আয়োজন করে।
গতকাল ২৩ মার্চ রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বেসিস সহায়ক কমিটি, বেসিস সদস্যবৃন্দ, তথ্যপ্রযুক্তি খাতের নেতৃবৃন্দ এবং গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন, যা বাংলাদেশের ক্রমবর্ধমান আইসিটি খাতের সংহতি ও উন্নয়নকে আরও সুদৃঢ় করেছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ইমরুল কায়েস পরাগ, সদস্য (প্রশাসন), বেসিস সহায়ক কমিটি।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের অন্যতম চালিকা শক্তি হল আইসিটি খাত, এবং সরকার এই খাতের উন্নয়নে বেসিসের মতো সংস্থাগুলোর পাশে রয়েছে। নতুন সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আইসিটি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি ও দেশীয় প্রযুক্তি শিল্পের বিকাশ সম্ভব হচ্ছে। সরকারের বিভিন্ন নীতিগত সহায়তা ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে পরিণত করতে কাজ করে যাচ্ছি। আগামী দিনে বাংলাদেশ সফটওয়্যার ও আইটি সেবার একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আমরা আশাবাদী।
তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী আইসিটি খাতের উন্নয়নে সরকার-বেসরকারি অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরে বলেন, বেসিস বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। সরকার এই খাতে উদ্ভাবন ও উদ্যোক্তা বিকাশের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিজ্ঞাপন
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশের আইসিটি পণ্য ও সেবার বৈশ্বিক চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এবং বেসিস বাংলাদেশের ডিজিটাল খাতকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাণিজ্য মন্ত্রণালয় এমন নীতিমালা প্রণয়নে প্রতিশ্রুতিবদ্ধ যা ডিজিটাল বাণিজ্য প্রসারে সহায়তা করবে।
বেসিস প্রশাসক ড. মুহম্মদ মেহেদী হাসান, বেসিস সম্মানিত অতিথি ও আইসিটি শিল্পের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "বাংলাদেশের আইসিটি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বেসিস নিরলসভাবে কাজ করছে। সরকার, শিল্প নেতৃবৃন্দ এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে আমাদের সহযোগিতা ডিজিটাল অর্থনীতির উদ্ভাবন, বিনিয়োগ এবং প্রবৃদ্ধি চালিয়ে যাবে।
বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির বলেন, আইসিটি খাতের টেকসই বিকাশের জন্য আমাদের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসিসের এই উদ্যোগ শুধু নেটওয়ার্কিং বাড়াচ্ছে না, বরং আমাদের সদস্যদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে, যা পুরো শিল্পের উন্নয়নে অবদান রাখবে।
বেসিস নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সম্মিলিত লক্ষ্যকে সামনে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। বাংলাদেশের সফটওয়্যার ও আইটি সেবা খাতের অগ্রযাত্রায় বেসিস তার অগ্রণী ভূমিকা অব্যাহত রাখতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
এজেড