ব্যবহারকারীদের নিরাপত্তায় হোয়াটসঅ্যাপে অনেকদিন আগেই বন্ধ হয়েছে স্ক্রিনশট নেওয়ার পদ্ধতি। এখন আর চাইলেও কেউ আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবি অর্থাৎ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের 'ডিপি'র স্ক্রিনশট নিতে পারবেন না। এবার ইউজারদের নিরাপত্তায় আরও এক ধাপ এগিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা। আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবি কারা দেখতে পারবেন আর কারা নয়, তা ঠিক করতে পারবেন আপনি।
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যেমন এভরিওয়ান, মাই কনট্যাক্ট, মাই কনট্যাক্ট এক্সসেপ্ট, নো বডি অপশন রয়েছে তেমনই এবার থেকে চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবির জন্যেও। অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবি কে বা কারা দেখবেন, আর কারা দেখবেন না, তা এবার থেকে ইউজার নিজেই ঠিক করে নিতে পারবেন।
বিজ্ঞাপন
এভরিওয়ান অপশন বেছে নিলে, সকলে আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবি দেখতে পাবে। মাই কনট্যাক্ট অপশন সিলেক্ট করলে আপনার হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিরা দেখতে পাবেন আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবি। মাই কনট্যাক্ট এক্সসেপ্ট অপশন বেছে নিলে যাদের আপনি নিজের হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবি দেখতে দিতে চান না, তাদের কনট্যাক্ট লিস্ট থেকে বেছে নিতে হবে। আর নো বডি অপশন বেছে নেওয়ার অর্থ কেউই আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবি দেখতে পাবে না। হোয়াটসঅ্যাপ সেটিংসে ঢুকে অ্যাকাউন্ট এবং প্রাইভেসি অপশনে গিয়ে তারপর প্রোফাইল ফটোতে ক্লিক করতে হবে। তারপর নিজের পছন্দ অনুসারে বেছে নিতে হবে অপশন।
আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টেই ইউজাররা নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল শেয়ার করতে পারবেন। হোয়াটসঅ্যাপের আইওএস অ্যাপের লেটেস্ট বিটা ভার্সনে এই ফিচার ইতিমধ্যেই দেখা গিয়েছে বলে শোনা গিয়েছে। তবে এখনও হোয়াটসঅ্যাপ সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।
আপাতত এই ফিচার নিয়ে কাজ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। আর সেই জন্যই বিটা টেস্টাররাও এখনও হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের সুবিধা পাননি। ইউজারদের সুবিধায় প্রায়ই নিত্যনতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ সংস্থা। অ্যানড্রয়েড এবং আইওএস, দুই মাধ্যমেই হোয়াটসঅ্যাপের একাধিক নতুন ফিচার লঞ্চ হয়েছে বিগত কয়েক বছরে। তার মধ্যে বেশ কয়েকটি ইউজারদের জন্য খুবই প্রয়োজনীয়। এবার আইওএস ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপে আসতে চলেছে এই নতুন ফিচার।
এজেড