শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

রেডমি নোট ১৩ প্রো প্লাস

১৯ মিনিটে ফুল চার্জ হবে এই শাওমি ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৪ পিএম

শেয়ার করুন:

loading/img

যারা ফটোগ্রাফি ভালোবাসেন এবং একটি দুর্দান্ত ক্যামেরাযুক্ত স্মার্টফোন কিনতে চান তাদের জন্য বাজারে এলো রেডমি নোট ১৩ প্রো প্লাস। এটি একটি ৫জি ফোন। এই স্মার্টফোনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটি মাত্র ১৯ মিনিটি ফুল চার্জ হবে। 

আরও পড়ুন: আইফোন ১৬ই আনল অ্যাপল, দাম মাত্র ৭২ হাজার


বিজ্ঞাপন


এই ফোনে ৬.৬৭ ইঞ্চির থ্রিডি কার্ভড অ্যামোলিড ডিসপ্লে রয়েছে, যার ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্রটেকশন আছে। শক্তিশালী মিডিয়াটেক ডায়মেনসিটি ৭২০০ চিপসেট দ্বারা চালিত এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যা চার্জ করার জন্য ১২০ ওয়াটের হাইপার চার্জ ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে। ফলে মাত্র ১৯ মিনিটেই সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

RED

রেডমির নতুন এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে রয়েছে ২০০ মেগাপিক্সেল স্যামসাং আইসোসেল এইচপি৩ মেইন ক্যামেরা। যা ওআইএস এবং ইআইএস সাপোর্টেড করে। আরও আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স।

এছাড়া, সেলফি ও ভিডিও কলের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। 


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub