রোববার, ২৩ মার্চ, ২০২৫, ঢাকা

iphone 16e

আইফোন ১৬ই আনল অ্যাপল, দাম মাত্র ৭২ হাজার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

iphone 16e

টেক জায়ান্ট অ্যাপল সম্প্রতি বাজারে এনেছে আইফোন ১৬ই মডেল। সাশ্রয়ী দামে কেনা যাবে নতুন আইফোন। 

আইফোন ১৬ই-তে উন্নত এ১৮ যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে, যা ফোনের কার্যক্ষমতা আরও ভাল করবে। এমনটাই বলছে সংস্থাটি। এতে অ্যাপল বুদ্ধিমত্তা প্রযুক্তি রয়েছে, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও স্মার্ট ও সহজ করে তুলবে।  


বিজ্ঞাপন


iphopne

ফোনটিতে ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা দেওয়া হয়েছে, যার সঙ্গে রয়েছে দুই গুণ টেলিফটো লেন্স। ফলে ছবি আরও সুন্দর হবে। এই আইফোনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল স্যাটেলাইট যোগাযোগ সুবিধা। এর মাধ্যমে জরুরি অবস্থায় সংকেত পাঠানো, রাস্তার ধারে সহায়তা নেওয়া এবং বার্তা পাঠানো সম্ভব হবে, এমনকি যখন মোবাইল নেটওয়ার্ক থাকবে না।

iphone-pic

আইফোন ১৬ই মডেলে আপনি পেয়ে যাবেন মার্জিনালি ছোট আকারের ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে যাতে অ্যালুমিনিয়াম ফিনিশ রয়েছে এবং গ্লাস ব্যাক রয়েছে। এতে সুরক্ষার জন্য ফেস আইডি ব্যবহার করা হবে। আইফোন ১৬-র থেকে এর ব্রাইটনেস লেভেল কিছুটা কম। আইফোন ১৬-র ওজন যেখানে ১৭০ গ্রাম, সেখানে আইফোন ১৬-ই'র ওজন রয়েছে ১৬৭ গ্রাম। অর্থাৎ কিছুটা হলেও এই ফোন ওজনে হাল্কা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ঘুমানোর সময় ফোন কোথায় রাখেন?

আইফোন ১৬ সিরিজ মডেলের মধ্যে আগের সমস্ত ফোনের মত অ্যাকশন বাটন রয়েছে এতে। আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস মডেলের মতো এ১৮ চিপসেট রয়েছে,৮ জিবি র‍্যাম রয়েছে। ক্যামেরার কথা বলতে হলে এই আইফোন ১৬ই-তে ওআইএসসহ সিঙ্গল ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফেসটাইম কলের সঙ্গে। মেন ক্যামেরাতে ম্যাক্রো শট নেওয়া যায় না, এতে কোনো সিনেমাটিক বা অ্যাকশন মোড নেই। তবে আইফোন ১৬ এবং ১৬-ই দুটিতেই রয়েছে  ওআইএস ১৮ ভার্সনের সফটওয়্যার।

সংস্করণ ভেদে আইফোন ১৬ই মডেলের দাম ধরা হয়েছে ৫৯৯ মার্কিন ডলার বা প্রায় ৭২ হাজার টাকা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর