রোববার, ৩০ মার্চ, ২০২৫, ঢাকা

কোন কাজের জন্য কোন ট্যাব কিনবেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫২ এএম

শেয়ার করুন:

loading/img

একটা সময় ট্যাবের জনপ্রিয়তা ছিল। কিন্তু বড় ডিসপ্লের স্মার্টফোন বাজারে আসার পর ট্যাবের কদর কমেছে। যদিও ট্যাবের ধরন বদলেছে। শক্তিশালী হার্ডওয়্যার, পরিশীলিত সফটওয়্যার এবং স্টাইলাস ও কিবোর্ড সাপোর্টসহ ট্যাবলেট এখন ল্যাপটপের সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে চলেছে।

অ্যাপল, ওয়ানপ্লাস, লেনোভো, স্যামসং-এর মতো ব্র্যান্ডের ট্যাব যেমন দেখতে তেমনই কাজের।


বিজ্ঞাপন


যে কেউ ব্যবহারও করতে পারেন। অফিসের কাজ, ছাত্রছাত্রীদের পড়াশোনা সব হয়। সৃজনশীল কাজও করা যায় অনায়াসে। ট্যাবলেটে কীভাবে সহজে এবং দ্রুত কাজ করা যায়, তার ৫ পদ্ধতি রইল এখানে।

tab

ল্যাপটপের সুবিধা, তবে অতিরিক্ত ওজন ছাড়াই: ল্যাপটপ নিয়ে সব জায়গায় ঘোরা মুশকিল। ট্যাবলেট হালকা। যেখানে খুশি নিয়ে যাওয়া যায়। চালুও করা যায় সহজে। দ্রুত নোট নেওয়া, ইমেল পাঠানো সহজ। এমনকী রাস্তায় হাঁটতে হাঁটতে ডকুমেন্ট এডিটও করা যায়। ল্যাপটপে এই সুবিধা মিলবে না।

অ্যাপল আইপ্যাড প্রোতে ম্যাজিক কিবোর্ড, ওয়ানপ্লাসের প্যাড ২-তে ম্যাগনেটিক কিবোর্ড অ্যাটাচমেন্ট দিচ্ছে। একেবারে ল্যাপটপের মতোই অভিজ্ঞতা মিলবে। সঙ্গে ট্র্যাকপ্যাডও রয়েছে। লেনোভোর ট্যাব পি১২ আরও এগিয়ে। এর পিসি মোড দিয়ে মনিটরের সঙ্গে কানেক্ট করলে ডেস্কটপের মতো ইন্টারফেস পাওয়া যায়।


বিজ্ঞাপন


tab2

নোট নেওয়ার স্মার্ট উপায়: যারা হাতে নোট লিখতে পছন্দ করেন কিন্তু কাগজের ঝামেলা এড়াতে চান তাদের জন্য ট্যাবলেট ও স্টাইলাস দারুণ। আইপ্যাড ও অ্যাপল পেনসিল সেকেন্ড জেনারেশন দিয়ে লিখলে মনে হবে যেন কাগজেই লেখা হচ্ছে। গুডনোটস ও নোটাবিলিটি অ্যাপও খুব কাজের।

ওয়ানপ্লাস প্যাড গো-তেও স্টাইলাস সাপোর্ট করে। পড়ুয়ারা পিডিএফ মার্কিং ও ডায়াগ্রাম আঁকতে পারেন। লেনোভোর কিছু ট্যাবলেট হাতে লেখা নোটকে সরাসরি এডিটযোগ্য টেক্সটে বদলে দেয়। পাতা ওল্টানোর ঝামেলা থাকে না।

tab5

মাল্টিটাস্কিং সহজ: ট্যাবে একসঙ্গে একাধিক কাজ করা যায়। আইপ্যাডের স্টেজ ম্যানেজার, স্যামসাংয়ের ডেস্ক মোড, আর অ্যান্ড্রয়েডের স্প্লিট স্ক্রিন ফিচারের গবেষণা করতে করতে লিখতে পারেন ইউজার। ভিডিও কলে নোট নিতে পারেন বা টিউটোরিয়াল দেখতে দেখতে প্র্যাকটিস। 

আইপ্যাড এয়ার একাধিক অ্যাপ একসঙ্গে চালানোর মতো শক্তিশালী। আবার স্যামসাং ও লেনোভোর কিছু ট্যাবলেট বড় স্ক্রিন অফার করে।

আরও পড়ুন: স্যামসাং কম দামে হালকা-পাতলা ফোন আনল

যেকোনও জায়গা থেকে কাজ: ক্যাফে, এয়ার পোর্ট কিংবা পার্ক, যেখানে খুশি ট্যাব নিয়ে বসে পড়া যায়। আইপ্যাড প্রো ও স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ প্লাসের ব্যাটারি দীর্ঘক্ষণ চলে। ৫জি কানেকটিভিটিও রয়েছে।

সৃজনশীল কাজের জন্য আদর্শ: শিল্পী, ডিজাইনার ও ভিডিও এডিটরদের জন্য ট্যাবলেট শুধু দরকারি নয়, একেবারে অপরিহার্য। গ্রাফিক্স ট্যাব দিয়ে অ্যাপে স্কেচিং, এডিটিং ও ডিজাইনিং করাও সহজ। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর