শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইফোন এসই ৪

সবচেয়ে ছোট আইফোনের ভিডিও প্রকাশ্যে এলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১১ পিএম

শেয়ার করুন:

iphone se4

অ্যাপলের ছোট আইফোন এসই ৪ মডেল নিয়ে অনেক দিন ধরেই জল্পনা-কল্পনা চলছে। এবার ফাঁস হল ভিডিও। টেক বিশেষজ্ঞদের অনুমান, আগামী কয়েক মাসের মধ্যে এই সংক্রান্ত বড় ঘোষণা হতে পারে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে আইফোন এসই ৪-এর ডামি ইউনিটও ফাঁস হয়ে গিয়েছিল।

নতুন ফাঁস হওয়া ক্লোজ-আপ ভিডিওতে দেখা যাচ্ছে, আইফোন এসই ৪-এর পেছনে একটি মাত্র ক্যামেরা রয়েছে। আমূল বদলে গিয়েছে ডিজাইনও। হোম বাটন সরিয়ে দেওয়া হয়েছে। তবে সাইড প্রোফাইল আগের মতোই রয়েছে। কিন্তু লুক বদলে গিয়েছে অনেকটা।


বিজ্ঞাপন


টিপস্টার মাজিন বু তার এক্স হ্যান্ডেল থেকে আইফোন এসই ৪-এর ভিডিওটি ফাঁস করেছেন। লুক, ডিজাইন খুব স্পষ্ট। টেক বিশেষজ্ঞরা বলছেন, দেখে আসল মডেল বলেই মনে হচ্ছে। বিশেষ করে আগের ফাঁস হওয়া ডামি ইউনিটগুলোর তুলনায়।

se4

এই ভিডিওতে দুইটি রঙের ভেরিয়েন্ট দেখা যাচ্ছে। সাদা এবং কালো। পেছনে একটি মাত্র ক্যামেরা। অবশ্য এমনটাই প্রত্যাশিত ছিল। ভিডিও দেখে অনেকেরই মনে হচ্ছে, আইফোনে এবার থ্রিডি লুক আসতে চলেছে। সাইড প্রোফাইল আগের আইফোনগুলোর মতোই। বাম দিকে ভলিউম কন্ট্রোল এবং ডানদিকে পাওয়ার বাটন রয়েছে।

আরও পড়ুন: আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দারুণ খবর


বিজ্ঞাপন


তবে সামনের ডিজাইন দেখে অনেকেই বিভ্রান্তি। কারণ শোনা যাচ্ছিল, আইফোন এসই ৪-এ ‘ডায়নামিক আইল্যান্ড’ নচ থাকবে, কিন্তু ফাঁস হওয়া ভিডিওতে তার কোনও চিহ্ন নেই। ফলে আদৌ সেরকম কিছু থাকবে না কি পুরোটাই গুজব, তা এখনও স্পষ্ট নয়।

se34

কবে লঞ্চ হবে আইফোন এসই ৪?

একাধিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে আইফোন এসই ৪ লঞ্চের পরিকল্পনা করেছে অ্যাপল। অর্থাৎ মার্চ বা এপ্রিলে লঞ্চের সম্ভাবনা প্রবল। নতুন আইফোন এসই ৪-এর ডিজাইন অনেকটা আইফোন ১৪-এর মতো হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে বেশ কিছু পরিবর্তন থাকবে। একটা বা দুইটি বড় আপগ্রেড আশা করতেই পারেন গ্রাহক।

আইফোন এসই ৪-এর ফিচার নিয়েও বেশ কিছু তথ্য সামনে এসেছে। শোনা যাচ্ছে, এতে অ্যাপলের এআই ফিচার সাপোর্ট থাকবে। সঙ্গে এই মডেল এ১৭ বা এ১৮ চিপসেট চালিত হতে পারে। তবে নিশ্চিতভাবে এখনও কিছু জানা যায়নি।

এছাড়াও আইফোন এসই ৪-এ ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ৬ জিবি র‍্যাম এবং ইউএসবি সি চার্জিং সাপোর্ট থাকতে পারে। বিভিন্ন রিপোর্ট থেকে এমনটাই অনুমান করা হচ্ছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর