সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দারুণ খবর

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৫, ০৯:৫৭ এএম

শেয়ার করুন:

loading/img

আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর। আইওএস ডিভাইসের জন্য নতুন ফিচার আনছে বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। 

হোয়াটসঅ্যাপ বেটা ইনফোর প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ফিচার তৈরির কাজ চলছে। যা পাওয়া যাচ্ছে আইওএস বেটা ভার্সন  25.2.10.70-এ। তবে টেস্টিংয়ের জন্য এটা এখনও আসেনি। তাই বিটা ইউজারদের এর জন্য আরও কিছু সময় অপেক্ষা করে থাকতে হবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: আইফোনে ট্রুকলার অ্যাপ ব্যবহার সহজ হলো

আশা করা হচ্ছে যে, অ্যানড্রয়েড ফোনে যেভাবে কাজ করে এই মাল্টি-অ্যাকাউন্ট ফিচার, ঠিক সেভাবেই তা কাজ করবে আইফোনের ক্ষেত্রেও। অ্যাপ সেটিংসের মাধ্যমে সরাসরি একটি দ্বিতীয় অ্যাকাউন্ট অ্যাড করতে সক্ষম হবেন ইউজাররা। থাকবে দুইটি অপশন — স্ক্র্যাচ থেকে একটি নতুন অ্যাকাউন্ট সেট-আপ অথবা কিউআর কোড স্ক্যান করে বিদ্যমান অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা। এই ফ্লেক্সিবিলিটির কারণে গ্রাহকরা একাধিক নম্বর পরিচালনা করতে সক্ষম হবেন।

inner

এই ফিচারের অন্যতম বড় উপযোগিতা হল, এটি এক জায়গায় সব কিছুকে সাজিয়ে-গুছিয়ে রাখে। প্রত্যেক অ্যাকাউন্টের আলাদা আলাদা চ্যাট, নোটিফিকেশন, ব্যাক-আপ এবং সেটিংস থাকবে। তাই সব কিছু মিশে যাওয়ার ঝুঁকি কম। আবার যাদের ডুয়েল সিমের আইফোন আছে, তাদের জন্য তো এই পন্থা বেশ উপযোগী হতে চলেছে। হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ বিজনেসের মধ্যে ঘেঁটে না গিয়ে একই অ্যাপের মধ্যে দুটি নম্বর ম্যানেজ করতে সক্ষম হবেন ব্যবহারকারীরা।


বিজ্ঞাপন


যদিও এই ফিচার নিয়ে কাজ চলছে। টেস্টিং সম্পন্ন হলে সারা বিশ্বের সমস্ত আইফোনের জন্য রোল আউট করা হবে এই মাল্টি-অ্যাকাউন্ট সাপোর্ট। যদিও অফিসিয়াল উপলব্ধ হওয়ার আগে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub