শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

শক্তিশালী ব্যাটারির ফ্ল্যাগশিপ ফোন আনছে ভিভোর এই সাব-ব্র্যান্ড

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৫, ০৪:১৮ এএম

শেয়ার করুন:

iqoo phone

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর সাব-ব্র্যান্ড আইকিওও নিও সিরিজে আর মডেলের স্মার্টফোন আনছে। যার নাম আইকিউওও নিও ১০আর। আগামী মাসেই ফোনটি বাজারে  আসার কথা রয়েছে। 

এটি একটি ফ্ল্যাগশিপ ফোন। এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেনারেশন ৩ চিপসেট। প্রতিষ্ঠানটি দাবি করেছে যে এটি হবে তার সেগমেন্টের দ্রুততম প্রসেসর। ফোনটির দাম ৪০ হাজার টাকার আশেপাশে থাকবে। যা এই স্পেসিফিকেশনের তুলনায় বেশ আকর্ষণীয় হবে বলে মনে করা হচ্ছে।


বিজ্ঞাপন


iqoo

নতুন ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

অনলাইনে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, নিও ১০আর  আই২২২১ মডেল নম্বর নিয়ে আসবে। আশা করা হচ্ছে, ফোনটিতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে থাকবে। স্টোরেজ অপশনের দিক থেকে, এটি ৮ জিবি, ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ ভার্সনে বাজারে আসবে। 

আরও পড়ুন: রিয়েলমির এই ফোন আলোর সঙ্গে রঙ বদলায়


বিজ্ঞাপন


ফটোগ্রাফির জন্য আপকামিং হ্যান্ডসেটটিতে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি ৬০০ প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। সেলফির জন্য ফ্রন্টে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হতে পারে।

iq

নতুন আইকিউওও  ফোনে ৬৪০০ এমএএইচ-এর বিশাল ব্যাটারি থাকবে। এছাড়াও, ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করবে, যা ব্যাটারির দ্রুত চার্জিং নিশ্চিত করবে।

ফোনটি দুইটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে – ব্লু হোয়াইট স্লাইস এবং লুনার টাইটেনিয়াম। এই কালার অপশন ফোনটিকে প্রিমিয়াম লুক দেবে। এই ফোনের শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা ও বিশাল ব্যাটারির কারণে হ্যান্ডসেটটি ওয়ানপ্ল্যাস, শাওমি এবং রিয়েলমির মতো ব্র্যান্ডের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে। যারা উচ্চ গেমিং পারফরম্যান্স ও দীর্ঘ ব্যাটারি লাইফ খুঁজছেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। আগামী মাসে ফোনটি লঞ্চের পর আনুষ্ঠানিক দাম ও বিক্রির তথ্য জানা যাবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর