সাশ্রয়ী দামে নতুন ফোন আনছে স্যামসাং। যার মডেল গ্যালাক্সি এ২৬। এটি একটি সাশ্রয়ী দামের ৫জি স্মার্টফোন। মূলত গ্যালাক্সি এ২৫ ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে এই নতুন ফোন।
২০২৩ সালের ডিসেম্বর মাসে স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি ফোন লঞ্চ হয়েছিল। সেই ফোনে ছিল ফুল এইচডি রেজুলেশন যুক্ত স্ক্রিন, ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ।
বিজ্ঞাপন
স্যামসাং গ্যালাক্সি এ২৬ ফোনে যে ফিচার থাকবে
ডুয়াল সিম থাকতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোনে। এই ফোনে ৬.৬৪ ইঞ্চি অথবা ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে অনুমান করা হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোনের স্ক্রিনে ফুল এইচডি রেজুলেশন পাওয়া যাবে বলে শোনা গিয়েছে।
এই ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে চলেছে। ফোনের ওজন হতে পারে প্রায় ২০৯ গ্রাম। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোনে ৪এনএম এক্সিনোস ২৪০০ই চিপসেট থাকতে চলেছে।
বিজ্ঞাপন
স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোনে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকবে বলে শোনা গিয়েছে।
আরও পড়ুন: আপনার এই ৫ বদঅভ্যাসে স্মার্টফোন দ্রুত নষ্ট হয়
স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ এই ফোনের ক্যামেরা, ব্যাটারি, চার্জিং ফিচার- এইসব সম্পর্কে তথ্য প্রকাশ্যে আসেনি। এর পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের আসন্ন ৫জি ফোনের দাম ভারতে কত হতে পারে, কী কী রঙে ফোন লঞ্চ হতে পারে এবং কোন কোন র্যাম-স্টোরেজ কনফিগারেশনে স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোন দেশে লঞ্চ হতে পারে সেই সম্পর্কেও কিছু জানা যায়নি এখনও। তবে এটি সাশ্রয়ী দামের হ্যান্ডসেট হবে বলে অনুমান করা যাচ্ছে।
এজেড