সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

জেনে রাখুন

আপনার এই ৫ বদঅভ্যাসে স্মার্টফোন দ্রুত নষ্ট হয়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

smartphone

স্মার্টফোন ছাড়া এখন যেনো এক মুহূর্ত কল্পনা করা যায় না। ফোনের প্রয়োজনীয়তা দিনকে দিন বাড়ছে। এত কাজের সঙ্গী এই হ্যান্ডসেটের যত্ন নিতে অনেকেই ভুলে যান। এমনকি ব্যবহারকারীর কিছু বদঅভ্যাসেও ফোন দ্রুত নষ্ট হয়। তাই ফোনের দিকে যত্নবান হতে চলে কিছু বদঅভ্যাস এড়িয়ে চলতে হবে। জানুন সে সম্পর্কে।
 
দীর্ঘক্ষণ যাবৎ ফোন ব্যবহার করা যাদের কাছে জরুরি, তারা কিছু কিছু ভুল এড়িয়ে চললে অনেক বেশিদিন ফোনের আয়ু থাকবে।

১. ফোন চার্জ দেওয়ার জন্য সস্তার চার্জিং কেবল ব্যবহার না করাই উচিত। এক্ষেত্রে ফোনের ব্যাটারির উপরে খারাপ প্রভাব পড়ে।


বিজ্ঞাপন


২. ব্যাটারি পুরো শেষ হওয়ার পরে চার্জ দেওয়ার অভ্যাস খুবই ক্ষতি করে স্মার্টফোনে। ফোনের ব্যাটারি ৩০ শতাংশ থাকতে থাকতেই চার্জ দেওয়া দরকার।

phn

৩. ফোনের কভার ব্যবহার করা খুবই উপকারি। ফোন ভুল করে আপনার হাত থেকে পড়ে গেলেও কভারের কারণে ফোনের ক্ষতি হবে না।

৪. সময়মত ফোনের সফটওয়্যার আপডেট করতে থাকুন। আপডেট না করলে ফোন হ্যাকিংয়ের ঝুঁকি যেমন থাকে তেমনি করে ফোন স্লোও হয়ে যায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফোনের স্টোরেজ খালি করার উপায়

৫. সবথেকে বেশি সমস্যা করে ফোনে পানি লাগলে। আন্ডারওয়াটার সেলফি তোলা এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। এই কাজ করার সময় ফোন ওয়াটারপ্রুফ কিনা তা দেখে নিতে হবে আগে। তবে বেশিক্ষণ পানিতে রাখলে ফোনে সমস্যা বাড়তে পারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর