শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চন্দ্র ও সূর্যগ্রহণ ২০২৫

২০২৫ সালের চন্দ্র ও সূর্যগ্রহণ কবে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

solar eclipse 2025
২০২৫ সালের চন্দ্র ও সূর্যগ্রহণের তালিকা জানুন।

সূর্যগ্রহণ একটি মহাজাগতিক ঘটনা। এটি একটি বৈজ্ঞানিক ঘটনাও বটে। যদিও বিশ্বের নানান প্রান্তে গ্রহণ ঘিরে বিভিন্ন কাহিনি কথিত রয়েছে। মূলত, চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় থাকলে তার ফলেই হয় এই গ্রহণ। এই গ্রহণ ঘিরে বহু ধর্মীয় বিশ্বাসও রয়েছে যেমন, তেমনই আবার রয়েছে বহু বৈজ্ঞানিক ব্যাখ্যা। দেখে নেওয়া যাক, ২০২৫ সালের চন্দ্র ও সূর্যগ্রহণের তালিকা। 

ecl


বিজ্ঞাপন


আরও পড়ুন: সূর্যগ্রহণের সময় যে ভুল করেন অনেকেই

২০২৫ সালের চন্দ্রগ্রহণ কবে?

২০২৫ সালে রয়েছে দুইটি চন্দ্রগ্রহণ। এর মধ্যে একটি পূর্ণ চন্দ্রগ্রহণ। প্রথম চন্দ্রগ্রহণটি হবে ৪ মার্চ। সেই দিন পড়ছে শুক্রবার।  আর ২০২৫ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি পড়ছে ৭-৮ সেপ্টেম্বর। 

eclipse2


বিজ্ঞাপন


২০২৫ সালের সূর্যগ্রহণ কবে?

২০২৫ সালে দুইটি সূর্যগ্রহণ হবে। ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ হবে ২৯ শে মার্চ। সেই গ্রহণ দেখা যাবে, ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও উত্তর ও দক্ষিণ আমেরিকার বহু অংশ থেকে। এর ছায়া বিস্তৃত হবে আর্কটিক ও আটলান্টিক মহাসাগর পর্যন্ত। 

আরও পড়ুন: সূর্যগ্রহণ নিয়ে প্রচলিত যত কুসংস্কার 

eclipse_main

২০২৫ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ ২১ সেপ্টেম্বরে। দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে, পেসিফিক, আন্টার্টিকার আকাশে, এছাড়াও তা দেখা যাবে অস্ট্রেলিয়া ও আন্টার্টিকার আকাশে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর