শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আন্ডারওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন এই ফোন দিয়ে 

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫, ১০:৩৬ এএম

শেয়ার করুন:

oppo reno 13

যারা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে চান তাদের জন্য সুখবর। অপো এমন একটি ফোন এনেছে যা দিয়ে পানির নিচে ছবি তোলা যাবে। অপো রেনো ১৩ সিরিজের ফোনে পাবেন এই সুবিধা। 

এই ফোন দিয়ে পানির নিচে কাচের মতো স্বচ্ছ ছবি তোলা যায়। কেননা, এই ফোনে রয়েছে আইপি ৬৬, ৬৮ এবং ৬৯ রেটিং। অর্থাৎ রেনো সিরিজের ফোনগুলো পানি এবং ধুলা প্রতিরোধী। পানিতে এই ফোন ভিজিয়ে রাখলেও কিছুই হবে না। 


বিজ্ঞাপন


oppo

অপো দাবি করছে রেনো ১৩ সিরিজের ফোনে ২ মিটার গভীর পানি ৩০ মিনিট পর্যন্ত ফটোগ্রাফি করা যাবে। 

অপো রেনো সিরিজের উভয় ফোনেই রয়েছে ডুয়েল সিম (ন্যানো) সাপোর্ট এবং এটি অ্যানড্রয়েড ১৫ ভিত্তিক কালার ওএস ১৫ অপারেটিং সিস্টেমে চলে।

রেনো সিরিজে পাবেন দুইটি মডেল। একটি অপো রেনো ১৩ অন্যটি রেনো ১৩ প্রো। 


বিজ্ঞাপন


oppo2

অপো রেনো ১৩ ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভার্সনে পাওয়া যাবে। এই ফোনের টপ ভার্সনে পাবেন ২৫৬ জিবি স্টোরেজ। 

আরও পড়ুন: অপো রেনো ১৩: পানিতে পড়লেও নষ্ট হবে না এই ফোন

অন্যদিকে রেনো ১৩ প্রো ফোনটি ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজে কিনতে পাবেন। এই ফোনে টপ ভার্সনে দেওয়া হয়েছে ১২ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ। 

phn

অপোর নতুন লাইনআপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডায়মেনসিটি ৮৩৫০ প্রসেসর অফার করা হবে। এছাড়া এতে একাধিক এআই ফিচারও থাকবে। পানি এবং ধুলা থেকে সুরক্ষিত রাখতে অপো রেনো ১৩, রেনো ১৩ প্রো ফোনে আইপি৬৮ এবং আইপি ৬৯ রেসিস্টেন্ট অফার করা যেতে পারে।

প্রো মডেলে দুর্দান্ত ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া যেতে পারে। যা ১২০ এক্স পর্যন্ত জুম সাপোর্ট করবে। পাওয়ার দিতে ডিভাইসে ৫৮০০ এমএএইচ ব্যাটারিসহ ৮০ ওয়াট ফাস্ট চার্জিং থাকবে বলে আশা করা হচ্ছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর