শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

Oppo Reno 13 5g price

অপো রেনো ১৩: পানিতে পড়লেও নষ্ট হবে না এই ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ০১:২২ পিএম

শেয়ার করুন:

Oppo Reno 13 5g price

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপো নতুন ফ্ল্যাগশিপ ফোন আনছে। যার মডেল অপো রেনো ১৩ সিরিজ। এই সিরিজের আওতায় রেনো ১৩ এবং রেনো ১৩ প্রো হ্যান্ডসেট আসবে। জানুয়ারি মাসেই এই ফোনগুলো বাজারে আসার কথা রয়েছে। এই ফোন ৫জি কানেক্টিভিটি সাপোর্ট করে।

অপো রেনো ১৩ ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভার্সনে পাওয়া যাবে। এই ফোনের টপ ভার্সনে পাবেন ২৫৬ জিবি স্টোরেজ। 


বিজ্ঞাপন


অন্যদিকে রেনো ১৩ প্রো ফোনটি ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজে কিনতে পাবেন। এই ফোনে টপ ভার্সনে দেওয়া হয়েছে ১২ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ। 

opop

অপোর নতুন লাইনআপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডায়মেনসিটি ৮৩৫০ প্রসেসর অফার করা হবে। এছাড়া এতে একাধিক এআই ফিচারও থাকবে। পানি এবং ধুলা থেকে সুরক্ষিত রাখতে অপো রেনো ১৩, রেনো ১৩ প্রো ফোনে আইপি৬৮ এবং আইপি ৬৯ রেসিস্টেন্ট অফার করা যেতে পারে।

আরও পড়ুন: স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা কবে বাজারে আসবে?


বিজ্ঞাপন


প্রো মডেলে দুর্দান্ত ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া যেতে পারে। যা ১২০ এক্স পর্যন্ত জুম সাপোর্ট করবে। পাওয়ার দিতে ডিভাইসে ৫৮০০ এমএএইচ ব্যাটারিসহ ৮০ ওয়াট ফাস্ট চার্জিং থাকবে বলে আশা করা হচ্ছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর