শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শীতে স্মার্টফোন ধীরে চার্জ হয়— একথা আগে জানতেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

science

প্রকৃতিতে চলছে শীতকাল। শীতের রুক্ষতা শুধুমাত্র প্রাণীদেরই বেকায়দায় ফেলেনি, প্রভাব পড়েছে ইলেকট্রোনিক গ্যাজেটেও। এই যেমন ফোনের ব্যাটারিরর কথাই ধরা যাক। শীতে ব্যাটারি স্লো বা ধীর গতিতে চার্জ হয়। এই বিষয়টি হয়তো অনেকেরই জানা নেই। অদ্ভুত মনে হলেও ঘটনা সত্যি। শীতকালে স্মার্টফোন গরমকালের তুলনায় ধীরে চার্জ হয়। 

inner_charge


বিজ্ঞাপন


শীতকালে কেন স্মার্টফোন ধীরে চার্জ হয়?

ইলেকট্রোনিক ডিভাইসে ব্যবহৃত হয় লিথিয়াম-আয়ন ব্যাটারি। এই ব্যাটারিতে এক ধরনের তড়িৎবিশ্লেষ্য তরল বা অর্ধতরল জাতীয় উপাদান থাকে। সাধারণত লিথিয়ামে লবণের একটি দ্রবণ থাকে। এই দ্রবণের মধ্য দিয়ে চার্জ বা আয়ন ইলেকট্রোডে গিয়ে জমা হয়। তাপমাত্রা অনেক কমে গেলে এই তড়িৎ বিশ্লেষ্য উপাদানের মধ্যে আয়নগুলো ধীরগতিতে চলতে শুরু করে। ফলে ইলেকট্রোডে সঠিকভাবে প্রবেশ করতে পারে না। আর এতে ব্যাটারির বিদ্যুৎ উপাদান ক্ষমতা হ্রাস পায়। অর্থাৎ ব্যাটারিতে চার্জ হয় ধীরে ধীরে। 

আরও পড়ুন: ভ্রমণের সময় ফোনের ব্যাটারি কেন দ্রুত ফুরায়

charger


বিজ্ঞাপন


শীতকালে স্মার্টফোন ধীরে চার্জ হওয়ার আরও যত কারণ

জিরো ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে তাপমাত্রায় সবচেয়ে বেশি প্রভাবিত হয় লিথিয়াম-আয়ন ব্যাটারি। এ সময় ইলেকট্রোলাইটের সান্দ্রতা বেড়ে যায়। ফলে কমে যায় এর মধ্যে আয়ন স্থানান্তরের হার। এ জন্য ব্যাটারিতে চার্জ হতে বেশি সময় লাগে।

আরও পড়ুন: ফোন ১০০% চার্জ হওয়ার পরও চার্জার না খুললে কী হয়?

তথ্যসূত্র: ইন্টারনেট

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর