মেটার অধীন বিশ্বের জনপ্রিয় জনপ্রিয মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আরও সুবিধা দিতে ক্রমাগত নিজেকে আপডেট করার কাজ চলিয়ে যাচ্ছে। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে যেকোম্পানিটি অ্যানড্রয়েড ডিভাইসের জন্য একটি নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধা (এআই) ফিচার নিয়ে আসছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের মধ্যেই নিজেদের ব্যক্তিগত এআই ক্যারেক্টার তৈরি করতে পারবেন। জানা গিয়েছে, এই নতুন ফিচার মেটার অন্যান্য প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারে উপলব্ধ এআই ক্যারেক্টার ক্রিয়েশন ফিচারের মতোই হবে।
হোয়াটসঅ্যাপ ট্রেকার ওয়াবেটা ইনফোর একটি রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপের এআই ক্যারেক্টার ক্রিয়েশন ফিচারটি অ্যানড্রয়েড ২.২৫.১.২৬ আপডেটের হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে দেখা গিয়েছে। তবে এটি এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে, তাই সাধারণ ব্যবহারকারীরা বা বিটা টেস্টাররাও এখনও এই ফিচার ব্যবহার করতে পারবেন না।
বিজ্ঞাপন
রিপোর্টে আরও বলা হয়েছে যে হোয়াটসঅ্যাপ এআই ক্যারেক্টারের জন্য একটি আলাদা ট্যাব তৈরি করার কাজ করছে। অ্যানড্রয়েড ২.২৫.১.২৪ আপডেটের হোয়াটসঅ্যাপ বিটাতে এই ডেডিকেটেড ট্যাবের উল্লেখ দেখা গিয়েছে। তবে এটি এখনও সক্রিয় ফিচার নয়।
কীভাবে কাজ করবে এই নতুন ফিচার
ওয়াবেটা ইনফোর শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, এআই ক্যারেক্টার তৈরির ফিচারটি মেটার অন্যান্য অ্যাপের এআই স্টুডিওর মতোই হতে পারে। ব্যবহারকারীরা চাইলে স্ক্র্যাচ থেকে নতুন এআই ক্যারেক্টার তৈরি করতে পারবেন অথবা একটি প্রি-ডিজাইন্ড টেম্পলেট ব্যবহার করতে পারবেন।
বিজ্ঞাপন
স্ক্রিনশট থেকে জানা গেছে যে ব্যবহারকারীরা তাদের এআই চ্যাটবটের ব্যক্তিত্ব এবং ফোকাস এরিয়া সম্পর্কে বিস্তারিত জানাতে ১০০০ ক্যারেক্টার পর্যন্ত টাইপ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ ইউজারদের অনুপ্রেরণা দিতে এবং কাস্টম চ্যাটবট তৈরির জন্য কিছু সাজেশন্সও স্ক্রিনের নিচের অংশে দেখাবে।
আরও পড়ুন: নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো যায়?
স্ক্রিনশটের তথ্যানুসারে, এআই ক্যারেক্টার তৈরির প্রক্রিয়ায় তিনটি ধাপ থাকতে পারে। প্রথম ধাপে চ্যাটবটের ব্যক্তিত্ব বর্ণনা করতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় ধাপে সম্ভবত ইমেজ এবং বায়ো জেনারেশন এবং প্রাইভেসি সেটিং নির্ধারণের মতো কাজ অন্তর্ভুক্ত থাকবে।
আরও জানা গিয়েছে যে হোয়াটসঅ্যাপ এআই ক্যারেক্টারের জন্য একটি নির্দিষ্ট ট্যাব প্রদান করতে পারে। এই ট্যাবের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের তৈরি সমস্ত চ্যাটবট এবং অন্য সকল পাবলিক এআই ক্যারেক্টার দেখতে পারবেন। তবে এখনো নিশ্চিত নয় যে হোয়াটসঅ্যাপে তৈরি এআই বট অন্য মেটা অ্যাপে দেখা যাবে কি না।
প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের এই নতুন এআই ফিচার ব্যবহারকারীদের চ্যাটিং অভিজ্ঞতায় একটি নতুন মাত্রা যোগ করবে। ব্যক্তিগত এআই ক্যারেক্টার তৈরি এবং তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ ব্যবহারকারীদের জন্য একটি আকর্ষণীয় অভিজ্ঞতা হতে পারে। তবে ফিচারটি কবে থেকে সাধারণ ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে, সেই তথ্য এখনও প্রকাশিত হয়নি।
এজেড