মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টিপস

নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো যায়?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৫, ০৩:২৫ পিএম

শেয়ার করুন:

whatsapp

অনেকেই হয়তো জানেন না, ফোনে নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো যায়। হোয়াটসঅ্যাপ মোবাইলে স্ট্যান্ডার্ড মেসেজ অ্যাপ্লিকেশনের মাধ্যেমে এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা। শুধু মেসেজ নয় টেক্সট মেসেজ, ভিডিও, ছবি ও যেকোনও ডকুমেন্টও পাঠানো যাবে ৷ এই প্রতিবেদনে আপনাকে এমন কিছু পদ্ধতির কথা বলছি, যার সাহায্যে আপনি নম্বরটি সেভ না করেই হোয়াটসঅ্যাপে যে কাউকে মেসেজ করতে পারবেন।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ টেক্সটে রূপান্তরের উপায়


বিজ্ঞাপন


প্রথম পদ্ধতি: নিউ চ্যাটে নম্বর কপি করে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠান

প্রথমে আপনার Android বা iOS স্মার্টফোনে WhatsApp অ্যাপ্লিকেশন খুলতে হবে
যে মোবাইল নম্বরে WhatsApp মেসেজ পাঠানোর প্রয়োজন, সেটি কপি করতে হবে
নিচের 'নতুন চ্যাট' বোতামে ক্লিক করতে হবে
টেক্সট বক্সে মোবাইল নম্বর পেস্ট করে এবং send এ ক্লিক করতে হবে
এবার মোবাইল নম্বরে ট্যাপ করলেই ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপ থাকলে, চ্যাট উইথ বিকল্প দেখতে পাবেন
সেই অপশনে গিয়ে এটিতে আলতো চাপুন এবং সেভ না করেই নম্বরটিতে WhatsApp বার্তা পাঠাতে পারবেন

app

দ্বিতীয় পদ্ধতি : ট্রুকলারের মাধ্যমে নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠান


বিজ্ঞাপন


ট্রুকলারের একটি ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ সুইচ রয়েছে ৷ এই অ্যাপের মাধ্যমে নম্বর সেভ না করে মেসেজ পাঠানো যাবে ৷

Android বা iOS ডিভাইসে Truecaller অ্যাপ্লিকেশনটি খুলতে হবে
অ্যাপ্লিকেশনে গিয়ে সংশ্লিষ্ট মোবাইল নম্বরের গেলেই WhatsApp আইকন দেখা যাবে
ওই অপশনে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ চ্যাট উইন্ডো খুলবে, সেখান থেকে সরাসরি মেসেজ পাঠানো যাবে নম্বর সেভ না করে

whatsap

তৃতীয় পদ্ধতি: গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠান

গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেও অজানা নম্বর ও সেভ না করেই হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো যাবে।

আপনার স্মার্টফোনে Google অ্যাসিস্ট্যান্ট আপডেট করতে হবে
Google অ্যাসিস্ট্যান্ট-এ 'সেন্ড' অপশনে হোয়াটসঅ্যাপ' বলতে হবে ,তারপর সংশ্লিষ্ট মোবাইল নম্বরটি উল্লেখ করতে দেশের কোড দিতে হবে

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর