স্মার্টফোনে নানা ধরনের অ্যাপস থাকে। এসব অ্যাপ দিয়েই বিভিন্ন কাজ করা হয়। অ্যাপস ছাড়া ফোন যেনো কল্পনাই করা যায় না। ডিজিটাল যুগে নিত্যদিনের প্রতিটি কাজের জন্য আমরা ব্যবহার করি মোবাইল অ্যাপস। যার সুযোগ নিচ্ছে প্রতারকরা। তাই অ্যাপস ডাউনলোডের সময় মাথায় রাখতে হবে বেশ কিছু বিষয়।
গুগল , অ্যাপল স্টোরও নিরাপদ নয় ?
বিজ্ঞাপন
এখন গুগল, অ্যাপলের অ্যাপ স্টোরে লাখ লাখ অ্যাপ পাওয়া যায়। এই অ্যাপসগুলো মোবাইলে ইন্সটল হয়ে যায় মাত্র কয়েক ট্যাপেই। কেবল ইন্সটল কমান্ড টিপলেই কাজ হয়ে যায়। এই কাজটি যতটা সহজ ততটা বিপজ্জনক হতে পারে। তাই অ্যাপ ডাউনলোড করার সময় অনেক কিছু মাথায় রাখা উচিত।

১. সবসময় একটি বিশ্বাসযোগ্য সোর্স থেকে অ্যাপস ডাউনলোড করুন
বর্তমানে সাইবার ক্রাইম যে গতিতে বাড়ছে, তা বিবেচনা করে অ্যাপস ডাউনলোড ও ব্যবহারে সতর্ক হওয়া দরকার। সাইবার জালিয়াতি এড়াতে সর্বদা একটি বিশ্বস্ত উৎস থেকে অ্যাপ ডাউনলোড করুন। থার্ড পার্টি বা সন্দেহজনক লিংক থেকে অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে সবসময় ঝুঁকি থাকে। এমন জায়গা থেকে অ্যাপের সঙ্গে ক্ষতিকারক ফাইলগুলোও ডাউনলোড করা যেতে পারে, যা বড় ক্ষতির কারণ হতে পারে।
বিজ্ঞাপন
২. না জেনে অ্যাপকে সব পারমিশন দেবেন না
একটি অ্যাপ ডাউনলোড করার পরে সবসময় এর জন্য কতগুলো অনুমতি দিতে হয় আপনাকে। অ্যাপসগুলোর তাদের ফাংশনের জন্য কিছু অনুমতির প্রয়োজন। কিন্তু যদি কোনও অ্যাপ অতিরিক্ত অনুমতি চায় তাহলে আপনাকে সতর্ক হতে হবে। কোনও অ্যাপকে অপ্রয়োজনীয় অনুমতি দেবেন না। এতে আপনার ডেটা নিরাপদ রাখবে, নয়তো আপনার গোপন ডেটা চলে যাবে স্ক্যামারদের হাতে।

৩. অ্যাপের রিভিউ দেখে নিন
একটি নতুন অ্যাপ ডাউনলোড করার আগে অবশ্যই এর ব্যবহারকারীদের রিভিউ দেখে নিন। এই রিভিউ প্লে স্টোর বা অ্যাপ স্টোরে সহজেই দেখা যায়। কোনও অ্যাপ যদি অনেক নেতিবাচক রিভিউ পায়, তাহলে এর ডেটা ম্যানেজমেন্টে সমস্যা হতে পারে। অতএব, সবসময় রিভিউ দেখে অ্যাপটি ডাউনলোড করবেন।
আরও পড়ুন: নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো যায়?
৪. আপনার ফোনের পারফরম্যান্সের দিকে নজর রাখুন
একটি নতুন অ্যাপ ডাউনলোড করার পর আপনার ফোনের পারফরম্যান্সের দিকে নজর রাখুন। অ্যাপটি ডাউনলোড করার পর যদি ফোনের গতি কমে যায়, বিজ্ঞাপন বারবার আসতে শুরু করে বা ব্যাটারি আগের চেয়ে দ্রুত ডিসচার্জ হয়, তাহলে সতর্ক হোন। হতে পারে, অ্যাপের সঙ্গে ফোনে কিছু ম্যালওয়্যার প্রবেশ করেছে, এগুলি তারই লক্ষণ। অতএব, সংশ্লিষ্ট অ্যাপটি অবিলম্বে আনইনস্টল করুন।
এজেড

