মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিউজ

হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ টেক্সটে রূপান্তরের উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪, ১০:০৬ এএম

শেয়ার করুন:

voice message to text

প্রথম দিকে টেক্সটিং প্ল্যাটফর্ম হিসেবেই দেখা দিয়েছিল মেটার হোয়াটসঅ্যাপ। এরপর এতে এল ভয়েস কলের সুবিধা। ধীরে ধীরে আরও উন্নত আপডেটের চাহিদায় সমৃদ্ধ হলো ভিডিও কলের ফিচারও। কিন্তু এতেই ব্যাপারটা থেমে থাকল না। অনেকেই আছেন যারা টাইপ করতে পারেন না বা করতে পছন্দ করেন না। এমন ইউজারদের জন্য মেটার মালিকানাধীন সংস্থা নিয়ে এল ভয়েস নোটের বিকল্প, যাকে আমরা বেশিরভাগই ভয়েস মেসেজ বলে থাকি।

মাইক বাটনটা ট্যাপ করে কথা বলে ছেড়ে দিলেই হয়ে গেল, বার্তা পৌঁছে যাবে অপর পক্ষের কাছে। তবে, এবার এই ভয়েস নোট নিয়ে আরও এক ধাপ উন্নত ফিচার নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ। জানা গিয়েছে যে ভয়েস মেসেজ এবার সরাসরি লেখায় বদলে যাবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য নতুন ফিচার আসছে

ব্যাপারটা তাহলে কী হতে চলেছে? কষ্ট করে আর টাইপ করতে হবে না? বার্তা রেকর্ড করলে সেটা স্বয়ংক্রিয়ভাবে টাইপ হয়ে যাবে? একমাত্র শেষের প্রশ্নটার উত্তর আংশিকভাবে হ্যা হবে।

আসলে হোয়াটসঅ্যাপের এই নতুন ভয়েস নোট ট্রানস্ক্রিপ্ট ফিচার বার্তা পাঠানোর ক্ষেত্রে কাজ করবে না, অন্তত এখনই নয়। যেটা হবে তা পুরোপুরি রিসিভ করা ভয়েস নোটের উপরে। 

মানে, একটা ভয়েস মেসেজ এল, এখন কেউ যদি জনবহুল জায়গায় থাকেন যেখানে চারপাশের আওয়াজের ওই মেসেজের ভয়েস ঢেকে দিচ্ছে, তাহলে কী এসেছে তা জানার জন্য ইউজার এই ভয়েস নোট ট্রানস্ক্রিপ্ট ফিচার ব্যবহার করতে পারবেন। এর জন্য এই সেটিংস ফলো করতে হবে- WhatsApp Settings > Chats > Voice message transcripts। এবার নিজের দরকার মতো ট্রানস্ক্রিপশন ফিচার টগলের মাধ্যমে অফ/অন করে নিলেই হল।


বিজ্ঞাপন


app

অফ থাকলে রিসিভ করা ভয়েস নোট টেক্সটে বদলানো যাবে না। অন থাকলে রিসিভ করা ভয়েস নোট টিপে থাকতে হবে। এর পর Transcribe অপশন পপ-আপ করবে স্ক্রিনে। সেটায় ট্যাপ করলেই ভয়েস নোট টেক্সটে বদলে যাবে।  

সংস্থার পক্ষে সগৌরবে জানানো হয়েছে যে এই ফিচার অন্য কেউ তো বটেই, এমনকি হোয়াটসঅ্যাপ নিজেও যাতে ইউজারের মেসেজ পড়তে না পারে, সেই জন্য নিয়ে আসা হয়েছে। প্রাইভেসি সংক্রান্ত এই ফিচার রোল আউট করা শুরু হয়ে গিয়েছে, ধীরে ধীরে সবার কাছে পৌঁছে যাবে। 

তবে, কটা ভাষায় এই সুবিধা পাওয়া যাবে, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। ঠিক তেমনই জানানো হয়নি যে এই ফিচার এআই দিয়ে কাজ করবে কি না! অতএব, বাংলা ভয়েস নোট ট্রানস্ক্রাইব করা যাবে কি যাবে না, এর উত্তর জানতে আমাদের অপেক্ষা করতে হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর