একটি ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা বেশি হলে ভিউও বেশি হয়। আর ভিউয়ের ওপর নির্ভর করে আয়।আপনি যদি একজন সফল ইউটিউবার হতে চান তবে কয়েকটি টিপস এখনই জেনে রাখুন।
ভিডিও থেকে গান, বিনোদনের অন্যতম চেনা মাধ্যম হয়ে উঠেছে ইউটিউব। তবে ইউটিউব বর্তমানে আয়ের বিরাট ক্ষেত্রে। বাড়িতে বসে ভিডিও বানিয়ে তা ইউটিউব চ্যানেলে পোস্ট করেই কোটিপতি হওয়া সম্ভব।
বিজ্ঞাপন
পেশা হিসেবে তাই বর্তমানে ইউটিউবকে বেছে নিয়েছেন প্রচুর জনে। চাকরি করার ঝামেলা ছেড়ে টাকা রোজগারের জন্য ভিডিও বানানোকেই পেশা হিসেবেই বেছে নিয়েছেন বহু ব্যক্তি।
অনেকেই ভাবছেন নিজের ইউটিউব চ্যানেল খুলবেন। তবে ইউটিউব থেকে রোজগার করা মোটেই খুব সহজ নয়। রোজগার বাড়াতে গেলে কেবল ভিডিও বানালেই হবে না, সেইসঙ্গে বাড়াতে হবে সাবস্ক্রাইবারের সংখ্যা।
ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াতে সবাই চান। কিন্তু সাবস্ক্রাইবার কীভাবে বাড়ানো যায়? এর কি কোনও ফর্মুলা রয়েছে? কোনও বিশেষ পদ্ধতি মানলেই কি বেড়ে যাবে ইউটিউবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার।
ইউটিউবে সাফল্য কোনও চ্যানেলের কতজন সাবস্ক্রাইবার আছে তার উপর নির্ভর করে। যত বেশি সাবস্ক্রাইবার, তত বেশি ভিউ। তাতেই বাড়বে রোজগার।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ইউটিউবে ৫০০ ভিউ হলে কত আয় হয়?
তবে বেশ কয়েকটি সঠিক উপায় মেনে ভিডিও তৈরি করলে খুব দ্রুত বেড়ে যাবে যেকোনও চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা। কোন কোন উপায় মনে রাখবেন, জেনে নিন।
ভিডিওর মান ভালো হতে হবে। এডিটিং এবং ভয়েস ওভার পরিষ্কার হতে হবে। জটিল নয়, খুব সহজ ভাষায় আপনার বক্তব্য ব্যাখ্যা করুন।
ভিডিও আপলোড করার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখুন। আপনার ইউটিউব চ্যানেলে ক্রমাগত ভিডিও আপলোড করতে থাকুন। প্রতিদিন অন্তত একটি ভিডিও আপলোড করুন।
এসইও অপ্টিমাইজেশন করুন। এসইও ভালো হলে ব্যবহারকারীরা খুব সহজেই সার্চ করে আপনার ভিডিওটি পেয়ে যাবেন। এতে বাড়বে আপনার ভিউ এবং সাবস্ক্রাইবারের সংখ্যা।
ভিডিওর থাম্বনেল আকর্ষণীয় হতে হবে। কারণ এটা দেখে মানুষ ভিডিওতে ক্লিক করে। আপনার থাম্বনেইল আকর্ষণীয় না হলে ব্যবহারকারী আপনার ভিডিও স্ক্রোল ডাউন করে অন্য ভিডিওতে চলে যেতে পারেন।
ভিডিওর শিরোনাম বা হেডলাইন নিয়ে যত্নশীল হওয়া দরকার। হেডলাইন যতবেশি আকর্ষণীয় হবে, তত বেশি লোকজন ক্লিক করবে আপনার ভিডিও।
এছাড়া প্রতিদিন YouTube Shorts-এ ভিডিও আপলোড করুন। ছোট ছোট ভিডিওগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। গ্রাহক দ্রুত বৃদ্ধি পায়।
চ্যানেলের কমিউনিটিতেও প্রতিদিন একটি পোস্ট করুন। এটি একটি দুর্দান্ত বৈশিষ্ট্য এবং এর অ্যালগরিদম একটি ভিন্ন উপায়ে কাজ করে।
অন্যান্য ইউটিউবারের সঙ্গে কোলাবোরেশনে ভিডিও তৈরি করুন। এটা গ্রাহক বাড়ানোর একটি খুব ভালো উপায়। এটি আরও ভিউ আনবে।
অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার ভিডিও শেয়ার করুন। সোশ্যাল মিডিয়ায় ভিডিওর ছোট ক্লিপ শেয়ার করুন এবং সেই ক্লিপগুলিতে আপনার ইউটিউব ভিডিওর লিঙ্ক রাখুন। এটি সরাসরি ট্রাফিক নিয়ে আসবে।
আপনার ভিডিও সবসময় ট্রেন্ডিং বিষয় হতে হবে। ব্যবহারকারীরা বেশি প্রবণতা পছন্দ করে। আপনি Google Trends বা YouTube Trends এর সাহায্য নিতে পারেন।
এজেড

