শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ইউটিউব অ্যাডসেন্স

ইউটিউবে ৫০০ ভিউ হলে কত আয় হয়?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৪, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

youtube adsense

গুগলের মালিকানাধীন বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এই মাধ্যমে যারা ভিডিও আপলোড করেন তাদের বলা হয় কনটেন্ট ক্রিয়েটর। এই ক্রিয়েটরদের আয়ের সুযোগ দেয় গুগল। নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করলে ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়। তখন ইউটিউব ভিডিওর ভিউ-এর ওপর আয় আসতে শুরু করে। অনেকেই জানতে চান কত ভিউ হলে কত আয় হয়। এক্ষেত্রে জানুন ইউটিউবে ৫০০ ভিউ হলে কত আয় হয়। এই আয়ের ধারনা পেলো সামগ্রিক আয়ের ধারণাও পাবেন।

আরও পড়ুন: ৩ ভাঁজ করা যাবে হুয়াওয়ের এই ফোন


বিজ্ঞাপন


ইউটিউবে আয়ের প্রধান উৎস হল বিজ্ঞাপন বা গুগল অ্যাডসেন্স। ৫০০ ভিউর মধ্যে কত বিজ্ঞাপন দেখা হয়েছে তার ওপর আয় নির্ভর করে।

আরও পড়ুন: ইউটিউব শর্টসে বড় পরিবর্তন, কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের সুযোগ বাড়ল

মূলত সিপিএম বা কস্ট পার মিনিটের উপরেই উপার্জন আসে।

ইউরোপ, আমেরিকার তুলনায় বাংলাদেশে সিপিএম অনেক কম। অর্থাৎ বিদেশি ভিউয়ে আয় বেশি।


বিজ্ঞাপন


incom-pic

এছাড়া এই কস্ট অনেক কিছুর ওপরই নির্ভরশীল। 

টেকনোলজি কিংবা ফিনান্স ভিডিওতে এই কস্ট বেশি হয়।

আরও পড়ুন: ফোনে চার্জ দিতে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

৫০০ ভিউ মানেই যে ৫০০ বিজ্ঞাপন দেখা তা নয়। নন স্কিপেবল বিজ্ঞাপনে বেশি আয় হয়।

৫০০ ভিউতে ১ ডলার পর্যন্ত সর্বোচ্চ আয় হতে পারে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর