বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

২০২৫ সাল

২০২৫ সালের জানুয়ারিতে কিনতে পারবেন এই ৪ ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ এএম

শেয়ার করুন:

loading/img

অনেকেই নতুন বছরের শুরুতে স্মার্টফোন কিনবেন বলে ঠিক করেছেন। আপনিও যদি ২০২৫ সালের শুরুতেই নতুন ফোন কিনতে চান তবে আপনার সুখবর। বাজারে ইতিমধ্যে নতুন চারটি ব্র্যান্ডের স্মার্টফোন এসেছে। যেগুলো জানুয়ারির শুরুতেই বিক্রি শুরু হবে। এসব ফোনের দাম হাতের নাগালেই। জানুন ফোনগুলো সম্পর্কে। 

ওয়ানপ্লাস ১৩ সিরিজ


বিজ্ঞাপন


ওয়ানপ্লাস ১৩ সিরিজ ৭ জানুয়ারি ভারতে এবং অন্যান্য বৈশ্বিক বাজারে লঞ্চ হবে। এই সিরিজে ওয়ানপ্লাস ১৩ এবং ওয়ানপ্লাস ১৩আর নামে দুটি মডেল থাকবে।  ওয়ানপ্লাস ১৩ ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা চালিত হবে, অন্যদিকে ১৩ আর মডেলে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ প্রসেসর থাকবে। এআই প্রযুক্তির ওপর ভিত্তি করে ওয়ানপ্লাস ১৩ সিরিজ একাধিক এআই ফিচার নিয়ে আসবে।

উভয় ফোনেই ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। ওয়ানপ্লাস ১৩ মডেলে থাকবে আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং, যা ফোনকে ধুলা এবং পানি থেকে সুরক্ষিত রাখবে। ওয়ানপ্লাস ১৩ আর মডেলটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের একটি মাত্র ভ্যারিয়েন্ট বাজারে আসতে পারে।

inner

রেডমি ১৪সি ৫জি


বিজ্ঞাপন


রেডমি ১৪সি ৫জি স্মার্টফোনটি ৬ জানুয়ারি ভারতে এবং অন্যান্য বৈশ্বিক বাজারে লঞ্চ হবে। ফোনের পেছনে একটি বড় গোলাকৃতি ক্যামেরা মডিউল দেখা যাবে এবং প্রধান ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের। এটি রেডমি ১৪আর-এর পুনর্ব্যবহৃত সংস্করণ হতে পারে। যদি এটি সত্য হয়, তাহলে রেডমি ১৪সি ৫জিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেনারেশন ২ চিপসেট এবং ৫১৬০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

রেডমি ১৪সি ৫জি ফোনে পাবেন ৬.৬৮ ইঞ্চির ১২০ হার্টজ এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে এবং অ্যানড্রয়েড ১৪ ভিত্তিক হাইপার ওএস। ফোনটি ব্ল্যাক, ব্লু এবং পার্পল রঙে পাওয়া যাবে। ব্লু ভ্যারিয়েন্টে সিলভার শেডের ওম্ব্রে ফিনিশ দেখা যাবে।

আরও পড়ুন: নতুন বছরে কিনতে পারেন এই ৫ মডেলের স্মার্টফোন

আইটেল জেনো ১০

আইটেল ২০২৫ সালের জানুয়ারিতে জেনো ১০ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ফোনটির প্রারম্ভিক দাম ৬০০০ রুপির মধ্যেই থাকবে। ফোনটি  জেনিথাল ডিজাইনসহ আসবে এবং এটি ব্ল্যাক, রেড এবং হোয়াইট রঙের সংমিশ্রণে পাওয়া যাবে।

আইটেল জেনো ১০ ফোনে স্কোয়ার আকৃতির ক্যামেরা মডিউল থাকবে, যেখানে ডুয়াল ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ সেটআপ থাকবে। ফোনের ডিসপ্লেতে আইফোনের মতো ডায়নামিক আইল্যান্ড নচ থাকবে, যা বিভিন্ন তথ্য অনুযায়ী আকার পরিবর্তন করবে। ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

আইটেল এ৮০

আইটেল এ৮০ স্মার্টফোনটি জানুয়ারিতেই বাজারে আসবে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটির টিজার প্রকাশিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ফোনটি ৮০০০ রুপির মধ্যে লঞ্চ হতে পারে। ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা থাকবে এবং এটি আইপি৫৪ রেটিংসহ আসবে, যা ফোনটিকে ধুলা এবং পানি থেকে সুরক্ষা দেবে। ফোনে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকবে এবং অতিরিক্ত ৪ জিবি ভার্চুয়াল র‍্যামের সুবিধাও পাওয়া যাবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub