বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

নতুন স্মার্টফোন ২০২৫

নতুন বছরে কিনতে পারেন এই ৫ মডেলের স্মার্টফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ এএম

শেয়ার করুন:

loading/img

দুয়ারে কড়া নাড়ছে ২০২৫ সাল। নতুন বছরের শুরুতেই অনেকেই নতুন ফোন কিনবেন বলে ঠিক করেছেন। ২০২৫ সালের শুরুতেই বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ হতে চলছে। এর মধ্যে যেমন বাজেট ফোন রয়েছে, তেমনই রয়েছে মডারেট রেঞ্জ এবং প্রিমিয়াম সেগমেন্টের ফোনও।

ওয়ানপ্লাস ১৩


বিজ্ঞাপন


ওয়ানপ্লাস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ২০২৫-এর জানুয়ারিতে লঞ্চ হবে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস ১৩। এই মডেলের পারফরম্যান্স আগের মডেলগুলোকে ছাড়িয়ে যাবে। এতে দেওয়া হয়েছে স্ল্যাপড্রাগন ৮ এলিট চিপসেট।

এই ফোনে থাকছে গ্রিন লাইন ফ্রি ডিসপ্লে টেকনোলজি। এই প্রযুক্তি ওয়ানপ্লাস ১৩ মডেলে এই প্রথম ব্যবহার করবেন ইউজাররা। অ্যানড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেন ওএস ১৫-এ চলবে ফোন। সঙ্গে থাকছে হ্যাসেলব্লাড টিউনিংসহ ক্যামেরা সেটআপ। ধুলাবালি ও পানি প্রতিরোধে আইপি৬৯ রেটিং পেয়েছে ওয়ানপ্লাস ১৩।

oneplus

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা


বিজ্ঞাপন


প্রিমিয়াম অ্যানড্রয়েড স্মার্টফোন সেগমেন্টে ঝড় তুলে দেবে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা। এমনটাই বলছেন অনেকেই। ইতিমধ্যেই বেশ কিছু ফিচার ফাঁস হয়েছে। এই স্মার্টফোনটিকে ঘিরে গুজবও ছড়িয়েছে বিস্তর।

জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা দেখতে আগের মডেলের মতোই, তবে পারফরম্যান্সের দিক থেকে অনেক শক্তিশালী। এতে থাকছে স্ন্যাপড্রাগন ৮ এলিট, যা অ্যানড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ানইউআই ৭ সহ বাজারে আসবে। ফেব্রুয়ারিতে এই স্মার্টফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

smartphone

আসুস আরওজি ফোন ৯

আসুস আরওজি ফোন ৯ ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে। ২০২৫-এর শুরুর দিকে বাজারে ঢুকবে বলে অনুমান করছেন টেক বিশেষজ্ঞরা। গেমারদের কথা মাথায় রেখেই আসুস আরওজি ফোন ৯ ডিজাইন করা হয়েছে। এতে থাকছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপ এবং উন্নত কুলিং সিস্টেম, যা পিক পারফরম্যান্স ধরে রাখবে। এর ১৬৫ গিগাহার্জ ডিসপ্লে এবং শক্তিশালী ৫৮০০ এমএএইচ ব্যাটারিও গেমাদের পছন্দের সঙ্গে মানানসই।

শাওমি ১৫

২০২৫ সালের প্রথম তিন মাসের মধ্যেই শাওমি ১৫ মডেল লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাও স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট চালিত ফোন। তবে এর ডিজাইন অন্যান্য স্মার্টফোনের চেয়ে অনেক কমপ্যাক্ট। শাওমি ১৫ মডেলে থাকছে ৬.৩৬ ইঞ্চির স্ক্রিন। লেইকা টিউনিংসহ দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আকারে ছোট হলেও ব্যাটারি বড়। জানা গিয়েছে, এতে ৫৪০০ এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ২০২৫ সালে এসব ফোনে হোয়াটসঅ্যাপ চলবে না

আইফোন এসই ৪

অ্যাপলের সবচেয়ে সস্তার আইফোনের লেটেস্ট ভার্সন আইফোন এসই ৪। এতে আইফোনের ইউনিক ফিচারের পাশাপাশি অ্যাপল ইন্টেলিজেন্সও দেওয়া হচ্ছে। শোনা যাচ্ছে আইফোন ১৪ এবং আইফোন ১৫ এর কিছু স্পেয়ার দিয়ে আইফোন এসই ৪ তৈরি হয়েছে। যারা কম দামে আপগ্রেডেড আইফোন চান, তাদের জন্য আদর্শ।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন