শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইউটিউব ভিডিও ডাউনলোড করুন ইন্টারনেট ছাড়াই!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:২৯ পিএম

শেয়ার করুন:

youtube video download

অনেকেই ইউটিউবে ভিডিও দেখার পর ভিডিওটা ডাউনলোড বা সেভ করে রাখতে চান। খুব সহজে ইউটিউব ভিডিও ফোনের গ‍্যালারিতে ডাউনলোড করে রাখা যায়। পরে ডেটা ছাড়াই যখন ইচ্ছে দেখা যাবে সেই ভিডিও। এই পদ্ধতিতে ডাউনলোড করলে কোনও থার্ড পার্টি অ‍্যাপের সাহায‍্যও নিতে হবে না।

ইউটিউব, ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক। শব্দগুলি বর্তমানে প্রায় প্রত‍্যেকের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। নতুন কিছু শেখা হোক বা গান শোনা, সিনেমা দেখা। যেকোনও ধরণের ভিডিওর জন‍্যই সবচেয়ে বড় ঠিকানা হল ইউটিউব।


বিজ্ঞাপন


ube

ইউটিউব ভিডিও সেভ করার উপায়

ইউটিউব ভিডিও দেখার পর সেই ভিডিও ফোনে সেভ করতে গিয়ে একটি সমস‍্যায় অনেকেই পড়েন। ইউটিউব থেকে কোনও কিছু সেভ করলে তা ফোনের গ‍্যালারিতে আসে না। প্রিয় ভিডিওটিকে ডাউনলোড করা যায় বটে, তবে ইউটিউব লাইব্রেরিতেই থেকে যায়। 

ইউটিউবে অনেক সময়ই ভিডিও দেখতে দেখতে মনে হয় এই ভিডিওটি ফোনে রেখে দিলে বেশ ভালো হত। পরে দেখা যেত। কোনও প্রিয় গান ডাউনলোড করে রাখতে মন চায়। কিন্তু সমস‍্যা ওই এক। কিছুতেই সেই ভিডিও ফোনের গ‍্যালারিতে আসে না। ইন্টারনেট ছাড়া পরবর্তীকালে সেই ভিডিও দেখা যায় না। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ইউটিউবে ৫০০ ভিউ হলে কত আয় হয়?

কিন্তু জানেন খুব সহজে ইউটিউব ভিডিও ফোনের গ‍্যালারিতে ডাউনলোড করে রাখা যায়। পরে ডেটা ছাড়াই যখন ইচ্ছে দেখা যাবে সেই ভিডিও। এই পদ্ধতিতে ডাউনলোড করলে কোনও থার্ড পার্টি অ্যাপেরসাহায‍্যও নিতে হবে না। খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে।

youtube

ইউটিউব ভিডিও ডাউনলোড করার উপায়

ইউটিউব ভিডিও ফোনের গ‍্যালারিতে সেভ করতে https://en.savefrom.net অ‍্যাপ্লিকেশনের প্রয়োজন। এই অ‍্যাপ্লিকেশনের সাহায‍্যে মাত্র কয়েকটি ধাপেই ডাউনলোড হয়ে যাবে ভিডিও।

প্রথমে আপনার ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনটি খুলুন। এবার যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান সেই ভিডিওর লিঙ্কটি কপি করুন।

এবার এই বিশেষ অ‍্যাপ্লিকেশন https://en.savefrom.net এ যেতে হবে।এখানে আপনি একটি বক্স পাবেন যার উপর লেখা থাকবে Paste Your Video Link Here, তার উপর ভিডিওর লিঙ্ক পেস্ট করুন।

এখন আপনি ভিডিওর ফরম্যাট পাবেন। যে ফরম‍্যাটে আপনি ভিডিও সেভ করতে চান, তা বেছে নিন।এখন আপনাকে ডাউনলোড বোতামে ক্লিক করতে হবে। ব‍্যাস তাহলেই ভিডিও আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর