শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

শাওমি ১৫ আল্ট্রা

শাওমির এই ফোন বাজার মাতাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:০০ এএম

শেয়ার করুন:

loading/img

চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি ১৫ আল্ট্রা নামের নতুন ফোন বাজারে আনছে। এই ফোন বাজারে এলো অন্যসব মডেলের ফোনগুলোকে টেক্কা দেবে। শিগগিরই চীনের বাজারে শাওমির এই আল্ট্রা মডেলের ফোন আসবে। এরপর আন্তর্জাতিক বাজারে আসবে। এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা চালিত হতে পারে।

mi


বিজ্ঞাপন


শাওমি ১৪ আল্ট্রা গ্লোবাল বাজারে ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে লঞ্চ করা হয়েছিল। এরপর শাওমি ১৫ আল্ট্রা বাজারে আসার কথা জানা গেল।

আরও পড়ুন: নতুন বছরে কিনতে পারেন এই ৫ মডেলের স্মার্টফোন

শাওমি ১৫ আল্ট্রা মডেল ৯০ ওয়াট ওয়্যার্ড চার্জিং, টুকে কোয়াড কার্ভড ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটসহ আসবে বলে আশা করা হচ্ছে।

mi-5


বিজ্ঞাপন


এই ফোনে ২০০ মেগাপিক্সেলের বড় অ্যাপারচার পেরিস্কোপ টেলিফটো সেন্সর এবং ১ ইঞ্চি টাইপের প্রধান ক্যামেরা এফ/১.৬৩ অ্যাপারচারের সঙ্গে থাকতে পারে। ডিভাইসটি আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিংসহ পানি ও ধুলা প্রতিরোধী হবে। এছাড়া, ফোনটিতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে, তবে ব্যাটারির ক্ষমতা আগের শাওমি ১৪ আল্ট্রার মতোই থাকতে পারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন